ফাইল ছবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ২৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। রবিবার (২৫ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও তদন্ত সংস্থা সিআইডি তা জমা দিতে না পারায়, ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন এই তারিখ নির্ধারণ করেন।
এর আগে ডিবি পুলিশ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দিলেও মামলার বাদী তাতে অসন্তোষ প্রকাশ করে নারাজি আবেদন করেন। যার পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেয়।
ঘটনার বিবরণে জানা যায়, গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে পল্টন থানার বক্স কালভার্ট রোডে দুষ্কৃতকারীদের গুলিতে মারাত্মক আহত হন শরীফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত এটিকে হত্যা মামলায় (৩০২ ধারা) রূপান্তরিত করার আদেশ দেন।
ডিবির দেওয়া আগের চার্জশিটে মোট ১৭ জনকে অভিযুক্ত করা হয়েছে, যাদের মধ্যে ১১ জন বর্তমানে কারাগারে এবং বাকি ৬ জন এখনো পলাতক রয়েছেন। পলাতক আসামিদের মধ্যে প্রধান শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল, যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পিসহ আরও বেশ কয়েকজন রয়েছেন। অন্যদিকে, কারাগারে আটক আসামিদের মধ্যে প্রধান অভিযুক্তের বাবা-মা, স্ত্রী ও শ্যালকসহ পরিবারের সদস্যরা রয়েছেন। বর্তমানে সিআইডির অধিকতর তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে আদালত ও সংশ্লিষ্ট পক্ষগুলো।
আপনার মূল্যবান মতামত দিন: