ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত বিশাল জনসভায় অংশ নিতে দীর্ঘ ২০ বছর পর বন্দরনগরী চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি চট্টগ্রামে পৌঁছান।
সর্বশেষ ২০০৫ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব থাকাকালীন তিনি চট্টগ্রাম সফর করেছিলেন। দীর্ঘ দুই দশক পর বিএনপির এই শীর্ষ নেতার আগমনকে কেন্দ্র করে বন্দরনগরীসহ আশপাশের জেলাগুলোর নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।
ঘোষিত সফরসূচি অনুযায়ী, আগামীকাল রবিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে প্রধান অতিথি হিসেবে এক মহাসমাবেশে ভাষণ দেবেন তারেক রহমান। এরপর চট্টগ্রাম থেকে সড়কপথে ঢাকায় ফেরার পথে তিনি একাধারে বেশ কয়েকটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। বিকেলে ৪টায় ফেনী পাইলট স্কুল মাঠ, সাড়ে ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম, এবং সন্ধ্যা ৭টায় সুয়াগাজীতে পৃথক জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এরপর সাড়ে ৭টায় দাউদকান্দির ঈদগাহ মাঠ হয়ে রাত সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের কাঁচপুরে দিনের শেষ জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। দীর্ঘ সফর শেষে গভীর রাতে তার ঢাকায় নিজ বাসভবনে ফেরার কথা রয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: