অধিকার রক্ষায় ভোটের দিন সজাগ থাকার আহ্বান তারেক রহমানের

মুনা নিউজ ডেস্ক | ২৫ জানুয়ারী ২০২৬ ২০:৩০

সংগৃহীত সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ফেনী সরকারি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মী ও সমর্থকদের ভোটের অধিকার রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, কোনো ষড়যন্ত্র যেন সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিতে না পারে, সেজন্য নির্বাচনের দিন ভোর থেকেই ভোটকেন্দ্রের সামনে অবস্থান নিতে হবে।

আজ রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে আয়োজিত এই সভায় তিনি নিজের ভোট দেওয়ার পর তার হিসাব নিশ্চিত করেই তবে ঘরে ফেরার আহ্বান জানান। তারেক রহমান স্মরণ করিয়ে দেন যে, গত ১৫ বছর ধরে দেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল, কিন্তু ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারের পতন হওয়ায় এখন দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের এক নতুন সুযোগ তৈরি হয়েছে।

নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ফেনীর উন্নয়নে একাধিক পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। তিনি ঘোষণা দেন, বিএনপি সরকার গঠন করলে ফেনী অঞ্চলে স্থানীয়দের কর্মসংস্থানের লক্ষ্যে একটি ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) স্থাপন এবং একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে। এছাড়া সারা দেশে দুর্নীতি রোধ ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার মাধ্যমেই শহীদ জিয়ার আদর্শের প্রতিফলন ঘটানো সম্ভব। বিশেষ করে বেগম খালেদা জিয়ার এলাকা হিসেবে ফেনীর মানুষের ওপর যে বড় দায়িত্ব রয়েছে, তা তিনি স্পষ্টভাবে স্মরণ করিয়ে দেন।

উন্নয়ন ও জনকল্যাণমুখী রাজনীতির ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর কথা পুনরায় ব্যক্ত করেন। তিনি জানান, ফ্যামিলি কার্ড হয়তো পুরো মাসের চাহিদা মেটাবে না, তবে এটি সাধারণ মানুষের দৈনন্দিন কষ্টের কিছুটা উপশম ঘটাবে। রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে পড়ে না থেকে দেশের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার আমূল পরিবর্তনের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। পরিশেষে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, ধানের শীষ জয়ী হলে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অসমাপ্ত উন্নয়ন কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: