শিশুর হজ পালনের বিধান

মুনা নিউজ ডেস্ক | ২৩ জুন ২০২৩ ০৭:১৩

শিশুর হজ পালন শিশুর হজ পালন

 

 

শিশুর হজ পালনের বিধান হলো-

১. নাবালেগ শিশুর ওপর হজ ফরজ নয়। নাবালেগ অবস্থায় হজ করলে সেটা নফল হজ হয়। অতএব বালেগ হওয়ার পর পুনরায় হজ করার সামর্থ্য লাভ করলে তার ওপর হজ ফরজ হবে।

২. নাবালেগ অবস্থায় হজ করলে তার সওয়াব তার মা-বাবা ও অভিভাবকরাও লাভ করবে।


৩. নাবালেগ শিশু বুঝমান হলে হজের ইহরামসহ যাবতীয় কার্যক্রম নিজেই সম্পন্ন করবে। যা তার পক্ষে সম্ভব নয় তা তার অভিভাবক আদায় করবে।

৪. তবে তাওয়াফ ও তাওয়াফের পর দুই রাকাত নামাজ অবশ্যই শিশু নিজে আদায় করবে। তবে শিশু যদি এতটাই অবুঝ হয় যে সে নিজে নামাজ আদায় করতে পারবে না, তবে তা মাফ হয়ে যাবে।


৫. শিশু অবুঝ হলে অভিভাবক তার পক্ষ থেকে ইরহার বাঁধবে এবং তার পক্ষ থেকে হজ-ওমরাহর কার্যাবলি আদায় করবে। অর্থাৎ ইহরাম বাঁধার সময় অভিভাবক নিজেরটার সঙ্গে শিশুর ইহরাম বাঁধার নিয়ত করবে।

৬. তাওয়াফ ও সায়ির সময় অভিভাবক অবুঝ শিশুর হাত ধরে তা করাতে পারবে বা নিজে তাকে কোলে তুলে নিতে পারবে। একইভাবে রমিও করবে।


৭. নাবালেগ শিশু ইহরাম বাঁধার পর অভিভাবকরা তাকে নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত রাখার চেষ্টা করবে। তবে কোনো নিষিদ্ধ কাজ হয়ে গেলে এ জন্য শিশু ও তার অভিভাবকের গুনাহ হবে না এবং এ জন্য দম (কোরবানি) বা সদকা দিতে হবে না।

৮. নাবালেগ ইহরাম বাঁধার পর হজ বা ওমরাহ না করলে তার ওপর হজ বা ওমরাহ কাজা করা আবশ্যক নয়।

 



আপনার মূল্যবান মতামত দিন: