মোদির দেয়া মূল্যবান হিরা আর্কাইভে পাঠালেন বাইডেনের স্ত্রী

মুনা নিউজ ডেস্ক | ৪ জানুয়ারী ২০২৫ ১৮:১৬

ফাইল ছবি ফাইল ছবি

২০২৩ সালে আমেরিকা সফরে গিয়েছিলেন ভারতর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফার্স্ট লেডি জিল বাইডেনকে নানা বহু মূল‌্যবান উপহার দিয়েছিলেন তিনি। যার মধ্যে রয়েছে একটি হিরা। দাম ২০ হাজার ডলার। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ২৩ লক্ষ ৮৭ হাজার টাকা। কিন্তু এখন আর এই বিশেষ হিরা ব্যবহার করতে পারবেন না প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী। কেন?

প্রধানমন্ত্রী মোদি যখনই বিদেশ সফরে যান নানা ধরনের উপহারের পসরা সাজিয়ে নিয়ে যান। যেগুলো তৈরি করেন ভারতের বিভিন্ন রাজ্যের কারিগররা। ফলে সেই উপহার থাকে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া। ২০২৩ সালে প্রেসিডেন্ট বাইডেন ও তার স্ত্রী জিলকে দেয়া উপহারগুলোও ছিল চোখ ধাঁধানোর মতো। যার মধ্যে সকলের নজর কাড়ে ৭.৫ ক্যারেটের ‘গ্রিন ল্যাব গ্রোন ইকো-ফ্রেন্ডলি হিরা’। যে বাক্সে বহু মূল্যবান হিরাটি দেয়া হয়েছিল সেটিও বিশেষ গোত্রের। কাগজের মণ্ড দিয়ে তৈরি। কিন্তু এগুলো এখন আর জিল বাইডেনের নয়।

২০২৩ সালের পর বেশ কিছুটা সময় গড়িয়েছে। গত বছরের ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন হয় আমেরিকায়। ভোটের ময়দান থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন বর্ষীয়ান ডেমোক্র্যাট নেতা বাইডেন। তার জায়গায় লড়াইয়ে শামিল হন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। কিন্তু নির্বাচনে রেকর্ড ভোটে জয়লাভ করেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। আর কয়েকদিন পরেই আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন তিনি।

তাই সরকারি পদে থাকাকালীন বাইডেন ও তার স্ত্রী যা যা উপহার পেয়েছেন সেগুলো আর্কাইভে পাঠিয়ে দেয়া হয়েছে। আর ওই হিরাটি সরকারি কাজেই ব্যবহারের উদ্দেশে হোয়াইট হাউসের ইস্ট উইংয়ে রাখা হয়েছে। প্রসঙ্গত, সফরে মোদি হাতে খোদাই করে তৈরি করা একটি চন্দনকাঠের বাক্স জো বাইডেনকে উপহার দিয়েছিলেন। যার ভিতরে ছিল রুপার তৈরি একটি গণেশ মূর্তি এবং একটি প্রদীপ। এছাড়াও, ‘উপনিষদের ১০ নীতি’ শীর্ষক একটি বইও বাইডেনকে উপহার দিয়েছিলেন তিনি। তবে জিল বিভিন্ন দেশের প্রতিনিধিদের কাছ থেকে যে সমস্ত উপহার পেয়েছিলেন তার মধ্যে মোদির দেয়া ওই হিরাই টেক্কা দিয়েছে মূল্যে ও অভিজাত্যে।



আপনার মূল্যবান মতামত দিন: