বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন এবার স্যাটেলাইট ইন্টারনেট নিয়ে আসতে চলেছে। ৩ হাজার স্যাটেলাইট স্থাপন করে যুক্তরাজ্যের বাজারে স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়ার পরিকল্পনা করছে জেফ বেজোসের প্রতিষ্ঠান। যে প্রকল্পের অধীনে অ্যামাজন এই পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে তার নাম ‘প্রোজেক্ট কুপিয়ের’।
যুক্তরাজ্যের বাজারে বর্তমানে স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদান করছে শুধু ইলন মাস্কের স্পেসএক্স। ২০২১ সাল থেকে দেশটিতে এই সেবা প্রদান করে আসছে স্পেসএক্সের সহযোগী (সাবসিডিয়ারি) প্রতিষ্ঠান স্টারলিংক। এবার যুক্তরাজ্যে অ্যামাজন তাঁদের প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে বলেই মনে হচ্ছে।
অ্যামাজনের ‘প্রোজেক্ট কুপিয়ের’ শুরু হওয়ার কথা চলতি বছরের শুরুতেই। পরিকল্পনা অনুযায়ী এ বছরের শেষ নাগাদ তাঁদের স্যাটেলাইট প্রযুক্তির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে যাওয়ার কথা। তবে তার আগে অ্যামাজনকে যুক্তরাজ্যের যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা ‘অফকম’-এর অনুমোদন নিতে হবে। অফকমের কাছে অ্যামাজনের আবেদন বর্তমানে বিবেচনাধীন আছে, যদিও এর আগে গত অক্টোবরে একবার তা বাতিল হয়েছিল।
অ্যামাজনের বর্তমান পরিকল্পনা অনুযায়ী, অনুমোদন পেলে প্রথমে তাঁরা টার্মিনাল-ভিত্তিক স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদান করবে। পরবর্তীতে ‘ডিরেক্ট টু ডিভাইস’ সেবার দিকে এগোবে অ্যামাজন- যার বাস্তবায়ন হলে ব্যবহারকারীদের ডিভাইসে সরাসরি স্যাটেলাইট কানেকশন দিতে সক্ষম হবে তাঁরা। অফকম অনুমোদন দিলে চলতি বছরই ‘ডিরেক্ট টু ডিভাইস’ সেবা নিয়ে আসতে চায় অ্যামাজন।
যুক্তরাজ্যের গ্রামাঞ্চলে উচ্চ গতির, নির্ভরযোগ্য ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা সুলভে প্রদান করার উদ্দেশ্য অ্যামাজনের। বিশেষ করে স্কুল, অফিস ও হাসপাতালের মতো বিভিন্ন প্রতিষ্ঠানগুলো’তে স্যাটেলাইট ইন্টারনেট সেবা দিতে চায় তাঁরা।
তবে যুক্তরাজ্যের বাজারে ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইটের সাথে প্রতিযোগিতা সহজ হবে না অ্যামাজনের জন্য। কারণ স্টারলিংক দীর্ঘদিন ধরে স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদান করে আসছে। বর্তমানে বিশ্বের এক’শটিরও বেশি দেশে তাঁরা কাজ করছে স্যাটেলাইট প্রযুক্তি-ভিত্তিক ইন্টারনেট সেবা নিয়ে।
সম্প্রতি ইতালি সরকারের সাথে টেলিযোগাযোগ সেবা প্রদানের জন্য পাঁচ বছর মেয়াদী বিলিয়ন ডলারের এক চুক্তি সম্পাদনের ঘোষণা দিয়েছে মাস্কের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান। উক্ত চুক্তির অধীনে ইতালি সরকারকে টেলিফোন ও ইন্টারনেট এনক্রিপশন সেবা দিতে যাচ্ছে স্টারলিংক। শুধু তাই নয়, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ভূমধ্যসাগরে ইতালি’র সেনাবাহিনীকে ‘ডিরেক্ট টু ডিভাইস’ স্যাটেলাইট সংযোগ প্রদানের কথাও রয়েছে এই চুক্তিতে।
বিশ্বজুড়ে ইন্টারনেট সেবা প্রদানে সবচেয়ে বেশি ব্যবহার করার হয় সাগরের তলদেশে স্থাপিত সাবমেরিন ক্যাবল। আন্তর্জাতিক ইন্টারনেট ডেটার ৯৫ শতাংশই বর্তমানে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এখন সাবমেরিন ক্যাবলের উপর এই অতি-নির্ভরশীলতা এড়াতে বিকল্প ব্যবস্থার দিকে ঝুঁকছে অনেক দেশই। পর্যায়ক্রমে সাবমেরিন ক্যাবলের বাস্তবসম্মত বিকল্প হয়ে উঠছে স্যাটেলাইট ইন্টারনেট এবং ইলন মাস্কের স্টারলিংকের প্রভাবে এই প্রযুক্তি সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয়তাও পেয়েছে। এই প্রেক্ষাপটে ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থাকে আরও বৈচিত্র্যময় করে তুলতে সম্প্রতি ন্যাটো ৪ লাখ মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে।
বিশ্বব্যাপী স্যাটেলাইট ইন্টারনেটের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, সামনের দিনগুলোতে আরও পাবে এমনটাও এখনই বলে দেওয়া যায়। এক্ষেত্রে অ্যামাজনের মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আবির্ভাব এই প্রযুক্তির উন্নয়ন ও বিস্তারকে আরও ত্বরান্বিত করবে বলেই ধারণা করা হচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: