ছবি : ফেসবুক থেকে
মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা - মুনা’র ইস্ট জোন ইয়াং সিস্টার্স ৩ দিনব্যাপী একটি এডুকেশনাল লিডারশীপ ক্যাম্পের আয়োজন করে। ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পটি অনুষ্ঠিত হয় সাউথ জার্সির মুনা সেন্টারে, যেখানে ইস্ট কোস্টের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত সিস্টার্সরা অংশগ্রহণ করেন।
ক্যাম্পটির মূল উদ্দেশ্য ছিল মুসলিম নারীদের মধ্যে ইসলামী জ্ঞান, নেতৃত্বগুণ ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি করা। অংশগ্রহণকারীরা ক্যাম্পে সুরা আল-ওয়াকিয়াহ নিয়ে গভীর অধ্যয়ন করেন, হায়া (লজ্জা ও শালীনতা) বিষয়ে আলোচনা করেন এবং মুনা’র কার্যক্রমে নেতৃত্ব ও দাওয়াহর ভূমিকার ওপর আলোকপাত করেন।
ক্যাম্পে শিক্ষামূলক আলোচনা, ওয়ার্কশপ, দলীয় কার্যক্রম এবং ইন্টারঅ্যাকটিভ সেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের আধ্যাত্মিক ও নেতৃত্বের গুণাবলী উন্নয়নের সুযোগ পান।
একজন অংশগ্রহণকারী বলেন, “এই ক্যাম্পটি ছিল শিক্ষা, আত্ম-উন্নয়ন ও ভ্রাতৃত্বের এক চমৎকার মেলবন্ধন। আমাদের সমাজ ও দাওয়াহ কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখতে— আমরা সবাই নতুন অনুপ্রেরণা নিয়ে ফিরেছি।”
আয়োজকরা জানান, মুনার ইয়াং সিস্টার্স বিভাগ মুসলিম নারীদের ইসলামী দৃষ্টিভঙ্গি, নৈতিকতা ও সামাজিক নেতৃত্বে এগিয়ে নেওয়ার লক্ষ্যে নিয়মিত এমন আয়োজন করে থাকে। এ ধরনের কার্যক্রম তরুণ প্রজন্মের মধ্যে ঐক্য, ইসলামি জ্ঞানচর্চা ও সমাজসেবার চেতনা আরও দৃঢ় করে তোলে।
সোর্স : ফেসবুক
আপনার মূল্যবান মতামত দিন: