
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) ওয়েস্ট জোন ইয়ুথ অ্যান্ড চিলড্রেন ডিপার্টমেন্ট এর উদ্যোগে Transitional program from “MUNA Children To MUNA Youth Junior WZ উপলক্ষ্যে লিডারশিপ অ্যান্ড স্পিকার ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্টিত হয়।
২৪ ফেব্রুয়ারি, রোববার ক্যালিফোর্নিয়া মুনা সেন্টারে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। জোনাল ইয়ুথ ডিরেক্টরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রোগ্রামটি পরিচালনায় ছিলেন জোনাল কো-অর্ডিনেটর।
প্রোগ্রামে উপস্থিত ছিলেন ওয়েস্ট জোন সেক্রেটারি আব্দুল মালেক, হলিউড চ্যাপ্টার প্রেসিডেন্ট মোহাম্মদ ইসমাইল হোসাইন এবং জোনাল চিলড্রেন ডিপার্টমেন্ট ডিরেক্টর নাজনীন সুলতানা রানী।
প্রোগ্রামে ইয়ুথদের এক্টিভিটি, দায়িত্ব ও কর্তব্য, পারস্পরিক সহযোগিতা এবং সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। এছাড়া বাবা মায়েদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা এবং সহযোগিতার আহ্বান জানান হয় ।
সর্বশেষ নবাগতদের মধ্যে সার্টিফিকেট, ক্রেস্ট, ওয়েলকাম গিফট প্রদান এবং খাবারের মাধ্যমে আয়োজনটি শেষ হয়।
সংবাদ সোর্স : সামাজিক মাধ্যম
আপনার মূল্যবান মতামত দিন: