মুনা ইয়ুথ প্যাটারসনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে "ইয়ুথ প্রোগ্রাম"

মুনা সাংগঠনিক ডেস্ক | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫০

ছবি : ফেসবুক থেকে ছবি : ফেসবুক থেকে

মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা – মুনা’র ইয়ুথ অ্যান্ড চিলড্রেন ডিপার্টমেন্টের প্যাটারসন চ্যাপ্টারের আয়োজনে আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বিশেষ ইয়ুথ প্রোগ্রাম।

প্রোগ্রামের আলোচ্য বিষয়: "লোভ"

মূল বক্তা: ব্রাদার মুরাদ রাজা

স্থান: এমসিপি মসজিদ আদম

সময়: মাগরিবের নামাজের পর (সন্ধ্যা ৭টা)

এই প্রোগ্রামে থাকছে উন্মুক্ত আলোচনা, ইন্টারঅ্যাকটিভ সেশন এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের জন্য থাকবে সুস্বাদু খাবারের আয়োজনও।

১৩ বছর ও তদূর্ধ্ব সকল ভাই-বোনদের উপস্থিতি কাম্য।

 

সোর্স : সোশ্যাল মিডিয়া



আপনার মূল্যবান মতামত দিন: