মুনা ইয়ুথ-এর প্রথম ইয়ুথ প্রোগ্রাম অনুষ্ঠিত

মুনা সাংগঠনিক ডেস্ক | ১৭ জুলাই ২০২৫ ১৪:৩৪

প্রথম ইয়ুথ প্রোগ্রাম। ছবি : মুনা ইয়ুথ প্রথম ইয়ুথ প্রোগ্রাম। ছবি : মুনা ইয়ুথ

মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) ইয়ুথ ন্যাশনালের উদ্যোগে প্রথমবারের মতো একটি জমজমাট ইয়ুথ প্রোগ্রাম পম্পটন লেকসের আল-মুস্তাফা সেন্টারে অনুষ্ঠিত হয়। ১৩ জুলাই, রবিবার অনুষ্ঠিত হওয়া প্রোগ্রামটি ছিল ইসলামিক বয়ান, নেতৃত্ব বিকাশ এবং কমিউনিটি সংহতির এক অনন্য আয়োজন।

মুনা ইস্ট জোনের ভাইস প্রেসিডেন্ট ব্রাদার ফারুক আহমেদ প্রোগ্রামের উদ্বোধনী বক্তব্য দেন। যুরবকদের জন্য প্রেরণাদায়ক বক্তব্য রাখেন মুনা ইয়ুথ ইস্ট জোনের সহকারী পরিচালক ব্রাদার আদিল আবদুল্লাহ। বক্তাগণ তাদের বক্তব্যে যুব সমাজকে ইসলামিক আদর্শে উজ্জীবিত ও সচেতন হওয়ার আহ্বান জানান। এছাড়াও স্থানীয় সাব-চ্যাপ্টার নেতারা উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।

বক্তৃতা ও উপস্থিতির একঝলক

অনুষ্ঠানে ছিল উন্মুক্ত আলোচনা, ইন্টারঅ্যাকটিভ সেশন এবং যুবকদের ব্যাপক অংশগ্রহণ। তরুণদের উৎসাহব্যঞ্জক উপস্থিতি ও পারস্পরিক সম্প্রীতি বিনিময় এই আয়োজনকে সার্থক ও অর্থবহ করে তোলে।

সবশেষে সুস্বাদু ডিনার পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানটি। আয়োজকরা আল-মুস্তাফা সেন্টারকে প্রোগ্রাম আয়োজনের সুযোগ ও সহায়তা প্রদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান।

ডিনারের আমন্ত্রণে যুবকরা

একই স্থানে দ্বিতীয় ইয়ুথ প্রোগ্রামটি আগামী ২০ জুলাই, রোববার অনুষ্ঠিত হবে। প্রোগ্রামে সবাইকে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়েছেন মুনা ইয়ুথ ন্যাশনালের দায়িত্বশীলবৃন্দ।

 

 

সূত্র : সামজিক মাধ্যম



আপনার মূল্যবান মতামত দিন: