
ফিলিস্তিনে চলমান গণহত্যা বন্ধের দাবিতে গতকাল শনিবার ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়েছে একটি বৃহৎ বিক্ষোভ, যা আয়োজিত ছিল ইউএস কাউন্সিল অব মুসলিম অর্গানাইজেশন (ইউসিএমও) দ্বারা। ‘ন্যাশনাল মার্চ অন ওয়াশিংটন’ শীর্ষক এ বিক্ষোভে হাজারো মানুষ অংশ নেন, যারা ফিলিস্তিনে নিরীহ মানুষ হত্যার বিরুদ্ধে কণ্ঠ তুলে বলেন, "ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে বিশ্বের সামনে নিরবিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে।"
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, এই হামলায় ওয়াশিংটন সরাসরি মদদ প্রদান করছে, এবং নারী, শিশু সহ নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে। তারা বলেন, "এটি কোনভাবেই মেনে নেয়া যায় না। এই হামলা বন্ধ করতে হবে এবং বিশ্ব মানবতাকে এগিয়ে আসতে হবে।"
এ সময় তারা ফিলিস্তিনে খাদ্য ও পানি সরবরাহ নিশ্চিত করার জন্যও দাবি জানান। বিক্ষোভকারীরা "ফ্রি ফ্রি ফ্রি ফিলিস্তিন!" এবং "স্টপ জেনোসাইড!" স্লোগানে শামিল হন। তারা যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কামনা করেন এবং ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করেন। তাদের দাবি, ট্রাম্প প্রশাসনকে যুদ্ধবিরতি কার্যকর করতে এগিয়ে আসতে হবে।
এ আন্দোলনে আমেরিকার বিভিন্ন ষ্টেট থেকে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি এবং স্থানীয় আমেরিকানরা অংশ নেন।
আপনার মূল্যবান মতামত দিন: