মুনা ওয়াশিংটন ডিসি চ্যাপ্টারের উদ্যোগে এডুকেশন সেশন অনুষ্ঠিত

মুনা সাংগঠনিক ডেস্ক | ২৬ জানুয়ারী ২০২৬ ১৮:২১

ছবি : সম্মানিত অতিথিবৃন্দদের একাংশ ছবি : সম্মানিত অতিথিবৃন্দদের একাংশ

মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা - মুনা ওয়াশিংটন ডিসি চ্যাপ্টারের উদ্যোগে গত ১৭ জানুয়ারি (শনিবার) ভার্জিনিয়ার উডব্রিজে অবস্থিত মুনা সেন্টারে একটি এডুকেশন সেশন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই শিক্ষামূলক অনুষ্ঠানে মুনা’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন।

ছবি : অংশগ্রহণকারীদের একাংশ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুনা ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর ডা. রুহুল আমিন খান, মুনা নিউ ইয়র্ক সাউথ জোন প্রেসিডেন্ট মাওলানা এমদাদুল্লাহ, মুনা ইস্ট জোন প্রেসিডেন্ট মাহমুদুল কাদের তফাদার, মুনা ওয়াশিংটন ডিসি চ্যাপ্টার প্রেসিডেন্ট বশির আহমেদ এবং চ্যাপ্টার সেক্রেটারি আবদুল ওয়াহাব। এছাড়াও মুনা’র সহযোগী সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

এডুকেশন সেশনের মূল প্রতিপাদ্য ছিল সাংগঠনিক শৃঙ্খলা, দায়িত্ববোধ ও জবাবদিহিতা। আলোচকরা সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করার জন্য শৃঙ্খলা বজায় রাখা, প্রত্যেকের দায়িত্ব সঠিকভাবে পালন এবং জবাবদিহিতার গুরুত্ব নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের মাঝে সাংগঠনিক সচেতনতা বৃদ্ধি ও ভবিষ্যৎ কার্যক্রমে আরও দায়িত্বশীল ভূমিকা পালনে অনুপ্রেরণা জোগায় বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

প্রসঙ্গত, অনুষ্ঠানটি সকাল ১০ টায় শুরু হয় এবং শেষ হয় বিকাল ৩ টা ৩০ মিনিটে।

আকবর উদ্দিন
কমিউনিকেশন, মিডিয়া ও কালচারাল ডিপার্টমেন্ট
মুনা ইস্ট জোন

 



আপনার মূল্যবান মতামত দিন: