নিউইয়র্কে ইমাম ও উলামাদের সম্মানে মুনা’র “মতবিনিময় সভা ও ডিনার”

মুনা সাংগঠনিক ডেস্ক | ২২ জানুয়ারী ২০২৬ ১২:০০

ছবি : গ্রাফিক্স ছবি : গ্রাফিক্স

আগামী ৩১ জানুয়ারি (শনিবার) নিউইয়র্কের ইমাম ও উলামায়ে কেরামের সম্মানে একটি “মতবিনিময় সভা ও ডিনার” আয়োজন করতে যাচ্ছে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা – মুনা’র সেন্ট্রাল উলামা ডিপার্টমেন্ট।

অনুষ্ঠানটি ঐদিন বাদ ইশা রাত ৭টা ৩০ মিনিটে ব্রুকলিনের বাইতুল মামুর মসজিদ ও কমিউনিটি সেন্টার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই অনুষ্ঠানে নিউইয়র্কের সকল ইমাম ও উলামায়ে কেরামকে আমন্ত্রণ জানিয়েছে মুনা’র সেন্ট্রাল উলামা ডিপার্টমেন্ট।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি কমিউনিটির তৃণমূল পর্যায়ে দাওয়াহ কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর করার উপায় নিয়ে আলোচনা করা।

মুনা’র সেন্ট্রাল উলামা কমিটির চেয়ারম্যান এবং জাতীয় সহকারী নির্বাহী পরিচালক শায়খ ড. রুহুল আমিন সকল ইমাম ও উলামায়ে কেরামকে সময়মতো উপস্থিত থেকে নিজেদের মূল্যবান মতামত, চিন্তা ও প্রস্তাবনা উপস্থাপনের জন্য আহ্বান জানিয়েছেন।

এই মতবিনিময় সভা ইমাম ও উলামায়ে কেরামদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে এবং দাওয়াহ ও কমিউনিটি উন্নয়নে নতুন দিকনির্দেশনা প্রদান করবে বলে আশা প্রকাশ করেছে মুনা সেন্ট্রাল উলামা ডিপার্টমেন্ট।

 



আপনার মূল্যবান মতামত দিন: