ছবি : ফেসবুক থেকে সংগৃহীত
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা - মুনা নর্থ জোনের উদ্যোগে গত ১৭ই জানুয়ারি (শনিবার) মিশিগানে ইসলামিক সেন্টার অফ ওয়ারেনে লিডারশিপ এডুকেশন সেশন অনুষ্ঠিত হয়। উক্ত সেশনে অংশগ্রহণ করেন মিশিগান মুনা’র সকল দায়িত্বশীলবৃন্দ।

নর্থ জোনের সভাপতি নেছার উদ্দিন, সিপিএ-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি জনাব আনোয়ার হোসেন-এর পরিচালনায় এই অনুষ্ঠানটি পরিচালিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা ন্যাশনাল এডুকেশন ডিরেক্টর হাফেজ আব্দুল্লাহ আল আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্টের ডিরেক্টর সাফায়েত হোসেন সাফা, প্রকাশনা ডিরেক্টর খাইরুল হাসান রফিক এবং মুনা সেন্টার ডিরেক্টর ওয়ালিউর রহমান।
প্রধান অতিথি হাফেজ আব্দুল্লাহ আল আরিফ পবিত্র কুরআনের আলোকে “পাশ্চাত্যে ইসলামের প্রচার ও প্রসারে লিডারশিপের ভূমিকা” শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। তিনি বলেন, সুসংগঠিত, আদর্শবান ও দক্ষ নেতৃত্বই পাশ্চাত্যের প্রেক্ষাপটে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছে দেওয়ার প্রধান হাতিয়ার।
বিশেষ অতিথি সাফায়েত হোসেন সাফা “সংগঠনকে মজবুতিকরণ এবং জনশক্তিকে কর্মমুখীকরণ” বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা রাখেন। তিনি সংগঠনের প্রতিটি স্তরে সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
নর্থ জোনের সভাপতি জনাব নেছার উদ্দিন সিপিএ মুনা নর্থ জোনকে একটি আদর্শ জোনে পরিণত করার লক্ষ্যে তাঁর সুদূরপ্রসারী পরিকল্পনা ও লক্ষ্যসমূহ তুলে ধরেন। এসময় তিনি সংগঠনের সকল দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সোর্স : ফেসবুক
আপনার মূল্যবান মতামত দিন: