আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সমাপ্ত হলো পবিত্র মাহে রমাদানে মুনা একাডেমীর ফ্রি সহীহ কুরআন তা’লিম কোর্স

মুনা সাংগঠনিক ডেস্ক | ১৯ মার্চ ২০২৫ ১৪:৪৮

অনলাইনে সহীহ কুরআন তা'লিম কোর্সের সমাপনী অনুষ্ঠান, ছবি : মুনা অনলাইনে সহীহ কুরআন তা'লিম কোর্সের সমাপনী অনুষ্ঠান, ছবি : মুনা

পবিত্র মাহে রমাদান আল কুরআন নাজিলের মহিমান্বিত মাস। প্রতিবছরের ধারাবহিকতায় এবারও এই মাসে মুনা একাডেমী প্রবাসী ভাই-বোনদের জন্য ফ্রি সহীহ কুরআন তা’লিম কোর্স আয়োজন করে। ১ রমাদান থেকে শুরু হওয়া ১৬ দিনব্যাপী এই বিশেষ কোর্স আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয় ১৬ মার্চ (১৬ রমাদান), রবিবার ইউএসএ স্থানী সময় বিকাল ৪টায়।

হাসান আহমেদ নুমান -এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ রাহাত। স্বাগত বক্তব্য রাখেন মুনা একাডেমীর ডিরেক্টর ও মুনা ন‍্যাশনাল এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফেসর ড. রুহুল আমিন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী সহস্রাধিক কোর্স প্রশিক্ষণার্থীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি উক্ত কুরআন তা'লিম কোর্সের সফল পরিসমাপ্তির জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালার শুকরিয়া আদায় করেন।

তিনি বলেন, মুনা একাডেমীর এই উদ্যোগ অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এ আয়োজনের পরিসর আরো বড় করা হবে।

প্রধান অতিথির সাথে আমন্ত্রিত অতিথিবৃন্দ

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুনা সাউথ জোন প্রেসিডেন্ট ড. আমিরুল ইসলাম, নাহার প্রজেক্টের চেয়ারম্যান ডা: আতাউল ওসমানি, মুনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ড. সাঈদুর রহমান, মুনা’র সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট আবু আহমেদ নুরুজ্জামান প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানে মুনা কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান এবং প্রজেক্টসমুহের উপর একটি তথ্যবহুল প্রেজেন্টেশন দেয়া হয়।

মুনা একাডেমী ডিরেক্টর ও প্রশিক্ষকবৃন্দ

১৬ দিনব্যাপী আয়োজিত ওই কোর্সের প্রধান প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন আন্তর্জাতিক তা'লিমুল কুরআন প্রশিক্ষক মাঈনুদ্দীন হাসান। তার তত্বাবধানে শতাধিক প্রশিক্ষক বিশ্বের বিভিন্ন দেশ থেকে কোর্সে অংশ নেয়া সহস্রাধিক অংশগ্রহণকারীকে প্রশিক্ষণ প্রদান করেন। কোর্সে প্রশিক্ষণার্থীগণ অত্যন্ত আগ্রহের সাথে এর প্রথম পর্ব সমাপ্ত করেন।

উল্লেখ্য, সহীহ কুরআন তা’লিম কোর্স লেভেল-০২ আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে।

 

 

বার্তা প্রেরণ-
মুনা একাডেমী
“সঠিক কুরআন শিক্ষার জন্য আপনার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান”



আপনার মূল্যবান মতামত দিন: