
মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত বরকত ও কল্যাণময় পবিত্র মাহে রমাদান সমাগত। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ অথবা ২ মার্চ শুরু হবে এই পবিত্র মাস। মাহে রমাদান যেমনি বিশেষ মর্যাদার তেমনি এ মাসের সাথে জড়িয়ে আছে পবিত্র মহাগ্রন্থ 'আল-কুরআন' নাজিলের অপার মহিমাময় স্মৃতি।
আর তাই পবিত্র কুরআন নাজিলের এই মাসে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা-র বিভিন্ন জোন আয়োজন করতে যাচ্ছে অনন্য সব কর্মসূচি।
এর মধ্যে অন্যতম হলো 'মুনা একাডেমি' কর্তকৃ ১৬ দিন ব্যাপী ফ্রি সহীহ কুরআন তালীম কোর্স। কোর্সটি অনুষ্ঠিত হয় রমজান মাসের প্রথম ১৬ দিন অর্থাৎ ১ থেকে ১৬ রমাদান পর্যন্ত।
এ বিষয়ে মুনা একাডেমির ডিরেক্টর ড. রুহুল আমীন জানান, তালিমের এই বিশেষ ক্লাসগুলোর সময় প্রতিদিন বিকাল ৩:৩০ টা থেকে ৫:০০ টা পর্যন্ত। কোর্সের আপডেট জানতে সবাইকে সংশ্লিষ্ট হোয়াট্সঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে। আর অনলাইনে ক্লাসে অংশগ্রহণকারীদেরকে জুম লিংক আইডি খুব দ্রুতই সেই গ্রুপের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
তিনি বলেন, গত বছর যারা হোয়াটঅ্যাপ গ্রুপে সংযুক্ত হয়েছিলেন তাদের আবার নতুন করে সংযুক্ত হবার দরকার হবে না। এবছরও কোর্সের জন্য পূর্ববর্তী গ্রুপগুলোই ব্যবহার করা হবে।
তিনি আরো জানান, যারা নতুন অংশগ্রহণকারী, তারা মুনা দাওয়াহ এর ফেসবুক পেইজে দেয়া যে কোনো একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিলেই সবকিছু জানতে পারবেন। কারো একাধিক গ্রুপে যোগ দেওয়ার প্রয়োজন হবে না।
এছাড়া আসন সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহীদেরকে অতিদ্রুত গ্রুপে সংযুক্ত হবার আহবান জানিয়েছেন মুনা একাডেমির ডিরেক্টর। এ, বি, সি ও ফরেইন এই চারটি গ্রুপের লিংক ইতিমধ্যেই মুনা দাওয়াহ এর ফেসবুক পেইজে জানিয়েও দেয়া হয়েছে।
ড. রুহুল আমিন এই বরকতময় উদ্যোগে সবাইকে নিজে শরিক হতে এবং অন্যদেরও আমন্ত্রণ জানাতে আহ্বান জানান। তিনি সলেকে তাদের পরিবার-পরিজন ও পরিচিতজনদের মধ্যে দাওয়াত পৌঁছে দেয়ার অনুরোধ করেন, যাতে বেশি সংখ্যক মানুষ আল্লাহর কালাম শুদ্ধভাবে শিখতে ও পড়তে পারেন।
পরিশেষে তিনি এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য মহান আল্লাহ তায়ালার সাহায্য প্রার্থনা করেন।
আপনার মূল্যবান মতামত দিন: