পশ্চিম হাইতিতে ভূমিকম্প, নিহত অন্তত ৩

মুনা নিউজ ডেস্ক | ৮ জুন ২০২৩ ১৪:২০

পশ্চিম হাইতিতে ভূমিকম্প, নিহত অন্তত ৩ পশ্চিম হাইতিতে ভূমিকম্প, নিহত অন্তত ৩

 

মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা জানায়, মঙ্গলবার (৬ মার্চ) ভোরে হাইতির গ্র্যান্ড’আনসেতে ৪ দশমিক ৯ মাত্রার মাঝারি ভূমিকম্প আঘাত হানে। যা রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে ৩০০ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। মাটির ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল বলে জানানো হয়। ভূমিকম্পে অন্তত তিনজন নিহত এবং দুই ডজনেরও বেশি আহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

গ্র্যান্ড’আনসের নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান ক্রিস্টিন মনকেলে বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, ‘তারা একই পরিবারের সদস্য এবং বাড়ি ধসে যাওয়ায় তাদের মৃত্যু হয়। সিভিল প্রোটেকশন এজেন্সিও ২৮ জন আহত হওয়ার কথা বলেছে। আরো অনুসন্ধান চলছে।

ভূমিকম্পটি এমন সময় আঘাত হেনেছে, যখন ক্যারিবিয়ান দেশটিতে ভারি বৃষ্টিপাত এবং বন্যার ফলে সাম্প্রতিক দিনগুলোতে কমপক্ষে ৪২ জন মারা গেছে। আরো হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। হাইতিতে দুই বছর আগে ৭ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। তখন ভূমিকম্পে দুই হাজার ২০০ মানুষের মৃত্যু হয়।



আপনার মূল্যবান মতামত দিন: