নতুন 'ট্যাকটিক্যাল নিউক্লিয়ার অ্যাটাক্ট' সাবমেরিন চালু উত্তর কোরিয়ার

মুনা নিউজ ডেস্ক | ৮ সেপ্টেম্বর ২০২৩ ১৫:০৪

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

 

উত্তর কোরিয়া তার প্রথম 'ট্যাকটিক্যাল নিউক্লিয়ার অ্যাটাক্ট' সাবমেরিন চালু করেছে। যুক্তরাষ্ট্র ও তার এশিয়ান মিত্রদের মোকাবেলায় পরমাণু অস্ত্র-সমৃদ্ধ একটি নৌবাহিনী গড়ার কিং জন উনের পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

 

উত্তর কোরিয়ার ঐতিহাসিক ব্যক্তিত্ব কিম কুন ওকের নামে নামকরণ করা এই সাবমেরিনের নম্বর ৮৪১।

এই সাবমেরিন দিয়ে সাগরের নিচ থেকে ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্র নিক্ষেপ করা যাবে বলে উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে। সংস্থাটি জানায়, এটি উত্তর কোরিয়ার নৌবাহিনীর জন্য 'নতুন যুগের সূচনা' করেছে। তবে এই সাবমেরিনে কয়টি ক্ষেপণাস্ত্র আছে, তা তারা জানায়নি।


উত্তর কোরিয়ার সাবমেরিনের একটি বিশাল বহর রয়েছে। তবে সাবমেরিন থেকে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরীক্ষা দেখা গেছে খুবই অল্প।



আপনার মূল্যবান মতামত দিন: