ছবি : গ্রাফিক্স
জাপানের উত্তর-পূর্বাঞ্চলে শুক্রবার ১২ ডিসেম্বর ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, ভূমিকম্পের পর উপকূলীয় এলাকাগুলোতে সর্বোচ্চ এক মিটার উচ্চতার সুনামি ঢেউ সৃষ্টি হতে পারে—এ কারণে স্থানীয়দের জন্য সতর্কতা জারি করা হয়েছে।
রয়টার্স জানায়, আওমোরি প্রিফেকচারের উপকূলে স্থানীয় সময় বেলা ১১টা ৪৪ মিনিটে কম্পন অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ২০ কিলোমিটার। সোমবার রাতে একই এলাকায় ৭.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর কর্তৃপক্ষ আগেই সতর্ক করেছিল যে এক সপ্তাহের মধ্যে আরও তীব্র ভূমিকম্প হতে পারে। সেই আশঙ্কা সত্যি করে শুক্রবার নতুন কম্পন আঘাত হানে।
জাপান সরকার হোক্কাইদো থেকে টোকিওর পূর্বে চিবা পর্যন্ত বিস্তৃত এলাকায় বিশেষ সতর্কতা ঘোষণা করেছিল, বাসিন্দাদের প্রস্তুত থাকার পরামর্শও দেওয়া হয়। বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর অন্যতম জাপানে নিয়মিত কম্পন অনুভূত হয়—গড়ে প্রতি পাঁচ মিনিটে একবার। ভূমিকম্প ও সম্ভাব্য সুনামি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
আপনার মূল্যবান মতামত দিন: