ট্রাম্পের দাবি সত্ত্বেও কম্বোডিয়ায় হামলা চলমান থাকবে, ঘোষণা থাই প্রধানমন্ত্রীর

মুনা নিউজ ডেস্ক | ১৩ ডিসেম্বর ২০২৫ ১৯:২৯

ফাইল ছবি ফাইল ছবি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি দাবি সত্ত্বেও কম্বোডিয়ার বিরুদ্ধে 'সামরিক অভিযান' অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল।

শনিবার একটি ফেসবুক পোস্টে তিনি বলেছেন, 'আমাদের ভূমি, জনগণের জন্য আর কোনো ক্ষতি এবং হুমকি দূর না করা পর্যন্ত সামরিক পদক্ষেপ অব্যাহত রাখবে থাইল্যান্ড। আমি এটা স্পষ্ট করেই বলতে চাই।'

সাম্প্রতিক যুদ্ধবিরতি ভঙ্গ করে দুই প্রতিবেশী নতুন করে পুরোনো সংঘাত শুরু করেছে। মূলত সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে থাই সৈন্য হতাহতের পর নতুন করে উত্তেজনা ছড়ায়।

শুক্রবার রাতে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন, 'আজ সন্ধ্যা থেকে তারা সমস্ত গুলিবর্ষণ বন্ধ করতে সম্মত হয়েছে।'

তিনি বলেন, 'আজ সকালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেটের সঙ্গে তাদের দীর্ঘস্থায়ী যুদ্ধের অত্যন্ত দুর্ভাগ্যজনক পুনরুত্থান নিয়ে আমার খুব ভালো আলোচনা হয়েছে। তারা আজ সন্ধ্যা থেকে সমস্ত গুলি বন্ধ করতে সম্মত হয়েছে এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহায়তায় আমার এবং তাদের সঙ্গে করা মূল শান্তি চুক্তিতে ফিরে যেতে সম্মত হয়েছে।'

ট্রাম্প তার পোস্টে আরও বলেন, রাস্তার পাশে বিস্ফোরণে 'থাই সৈন্য নিহত ও আহত হওয়া' একটি দুর্ঘটনা ছিল।

তবে থাই প্রধানমন্ত্রী আনুতিন ফেসবুকেও এই দাবি অস্বীকার করে বলেছেন, এটি 'অবশ্যই রাস্তার পাশে ঘটা কোনো দুর্ঘটনা নয়।'

সংঘাত চলছেই

থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সুরসান্ত কংসিরি জানিয়েছেন, আজ শনিবার চং আন মা এলাকায় তাদের চার সৈন্য নিহত হয়েছে। গত সোমবার থেকে শুরু হওয়া লড়াইয়ে নিহতের সংখ্যা ১৪ জনে দাঁড়িয়েছে।

আল জাজিরা জানিয়েছে, ছয় দিন ধরে চলা নতুন করে সংঘাতে উভয় দেশেই এখন ২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে প্রায় ২০০ জন। ৮০০ কিলোমিটার দীর্ঘ থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তের উভয় পাশে আনুমানিক ৬ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জানিয়েছে, 'আজ ১৩ ডিসেম্বর, থাই সেনাবাহিনী দুটি এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করে বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে সাতটি বোমা ফেলেছে। থাই বাহিনী এখনও বোমা হামলা বন্ধ করেনি এবং এখনো বোমা হামলা চালিয়ে যাচ্ছে।'

স্থানীয় সংবাদমাধ্যম দ্য খেমার টাইমস কম্বোডিয়ার তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, থাইল্যান্ড সীমান্তে পুরসাত প্রদেশের থমোর দা এলাকায় দুটি হোটেলে বোমা হামলা হয়েছে। সংবাদমাধ্যমটি ভয়াবহভাবে বোমা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হোটেল এবং ক্যাসিনো ভবনের ছবি প্রকাশ করেছে।

আরেকটি আক্রমণে থাই নৌবাহিনী উপকূলের একটি জাহাজ থেকে কম্বোডিয়ার কোহ কং প্রদেশে ২০টি কামানের গোলা নিক্ষেপ করে। এগুলো হোটেল এবং সৈকতে আঘাত হানে বলে জানা গেছে।

প্রসঙ্গত, চলতি বছরের অক্টোবরে ট্রাম্পের মধ্যস্থতায় স্বাক্ষরিত শান্তি চুক্তি গত সোমবার ভেঙে যাওয়ার পর দক্ষিণ-পূর্ব এশীয় প্রতিবেশীদের মধ্যে টানা ষষ্ঠ দিনের মতো লড়াই চলছে।

 

 



আপনার মূল্যবান মতামত দিন: