কিউবার ওপর ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে পাশে দাঁড়ালো চীন

মুনা নিউজ ডেস্ক | ৩০ জানুয়ারী ২০২৬ ২০:৪২

ফাইল ছবি ফাইল ছবি

ভেনেজুয়েলার পর এবার কিউবার ওপর চাপ সৃষ্টি করতে দেশটিতে তেল সরবরাহকারী রাষ্ট্রগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) স্বাক্ষরিত এই আদেশে কিউবাকে যুক্তরাষ্ট্রের জন্য একটি ‘জাতীয় জরুরি হুমকি’ হিসেবে ঘোষণা করা হয়। ট্রাম্প প্রশাসনের দাবি কিউবা বর্তমানে রাশিয়া চীন ইরান হামাস এবং হিজবুল্লাহর মতো শক্তির সঙ্গে জোটবদ্ধ হয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে।

তবে কিউবার ওপর ডোনাল্ড ট্রাম্পের এই নতুন অর্থনৈতিক পদক্ষেপ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে চীন। শুক্রবার (৩০ জানুয়ারি) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন কিউবার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। তিনি জানান যে বেইজিং কিউবার জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং যেকোনো বহিরাগত হস্তক্ষেপের বিরুদ্ধে তাদের লড়াইকে দৃঢ়ভাবে সমর্থন করে। কিউবার জনগণের মৌলিক অধিকার হরণকারী যেকোনো মার্কিন সিদ্ধান্তের বিরুদ্ধে চীন দেশটিকে সব ধরনের সহযোগিতা দেবে বলেও তিনি উল্লেখ করেন।



আপনার মূল্যবান মতামত দিন: