মধ্যপ্রাচ্যে নিজস্ব অন্তর্ভুক্তিমূলক নিরাপত্তা ব্যবস্থা গড়ার ওপর জোর দিল তুরস্ক

মুনা নিউজ ডেস্ক | ৩০ জানুয়ারী ২০২৬ ২০:২৮

ফাইল ছবি ফাইল ছবি

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মুখে মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য একটি স্বয়ংসম্পূর্ণ নিরাপত্তা বলয় গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন যে এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ফেরাতে পারস্পরিক আস্থার কোনো বিকল্প নেই।

ফিদান মনে করেন উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রধান সমস্যা হলো একে অপরের প্রতি বিশ্বাসের অভাব। তিনি ইউরোপীয় ইউনিয়নের উদাহরণ টেনে বলেন যদি ইউরোপের রাষ্ট্রগুলো একত্রিত হতে পারে তবে মধ্যপ্রাচ্যের দেশগুলো কেন পারবে না। তার প্রস্তাবিত এই ব্যবস্থায় তুর্কি আরব বা ফার্সি কোনো নির্দিষ্ট শক্তির একক আধিপত্য থাকবে না বরং এটি হবে সবার অংশীদারিত্বের একটি মাধ্যম। এছাড়া সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর করতে তুরস্ক কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।



আপনার মূল্যবান মতামত দিন: