ফাইল ছবি
আগামী বছর থেকে নির্ধারিত কোটার বাইরে ব্রাজিল, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ থেকে আমদানি করা গরুর মাংসে ৫৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। এটি তিন বছরের জন্য প্রযোজ্য হবে।
বেইজিংয়ের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় গরুর মাংস শিল্পের ক্ষতি হওয়ায় এই সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, তাজা, হিমায়িত, হাড়সহ ও হাড়বিহীন সব ধরনের গরুর মাংসের আমদানিতে স্থানীয় শিল্পের ওপর প্রভাব পড়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ধীরে ধীরে শুল্কগুলো শিথিল করা হবে। নির্ধারিত কোটার মধ্যে থাকলে এই শুল্ক আরোপ হবে না। ২০২৬ সালে ব্রাজিলের কোটা ১১ লাখ টন, আর্জেন্টিনার কোটা প্রায় তার অর্ধেক, অস্ট্রেলিয়ার দুই লাখ টন এবং যুক্তরাষ্ট্রের ১ লাখ ৬৪ হাজার টন। কোটা প্রতিবছর সামান্য বৃদ্ধি পাবে।
চীনের মন্ত্রণালয় জানায়, অস্ট্রেলিয়ার সঙ্গে গরুর মাংস সম্পর্কিত মুক্ত বাণিজ্য চুক্তির কিছু অংশও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে তারা স্পষ্ট করেছে যে, এই পদক্ষেপ শুধুমাত্র স্থানীয় শিল্পকে সহায়তা করার জন্য এবং গরুর মাংসের সাধারণ বাণিজ্য সীমিত করার উদ্দেশ্য নয়।
বিশ্লেষকেরা বলছেন, চীনে গরুর মাংসের দাম কমে যাওয়ার পেছনে বিশ্ব অর্থনীতির ধীরগতি, সরবরাহ বৃদ্ধি এবং চাহিদার পতন মূল কারণ। একই সময়ে আমদানি বেড়েছে, ফলে দেশগুলো এখন চীনের জন্য গুরুত্বপূর্ণ বাজারে পরিণত হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: