ফাইল ছবি
জাতিসংঘ জানিয়েছে, আগামী জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে করা রোহিঙ্গা সম্প্রদায়ের গণহত্যার মামলার শুনানি হবে। শুনানিতে ১২ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত গাম্বিয়া ও ১৬ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত মিয়ানমার তাদের যুক্তি উপস্থাপন করবে।
আইসিজে দুই পক্ষের সাক্ষীদের শুনানির জন্যই তিন দিন করে বরাদ্দ করেছে। এ শুনানি জনসাধারণ এবং গণমাধ্যমের জন্য বন্ধ থাকবে।
২০১৯ সালে পশ্চিম আফ্রিকার মুসলিমপ্রধান দেশ গাম্বিয়ার দায়ের করা মামলাটিতে ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনী এবং বৌদ্ধ মিলিশিয়াদের নৃশংস অভিযানের সময় গণহত্যা চালানোর অভিযোগ আনা হয়।
এ বছরের সেপ্টেম্বরে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে গাম্বিয়ার আইনমন্ত্রী দাওদা জ্যালো বলেন, তিনি শিগগিরই আদালতের রায় দেখার আশা করছেন। তিনি আরও বলেন, রোহিঙ্গা গণহত্যার জন্য মিয়ানমার দায়ী। তাদের শাস্তি নিশ্চিত করার বিষয়ে গাম্বিয়া তার সর্বোচ্চ শক্তি নিয়ে এগোবে।
২০১৭ সালের ২৪ আগস্ট মিয়ানমারে গণহত্যার মুখে ১০ লাখ রোহিঙ্গা সীমানা পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। বর্তমানে তারা কক্সবাজারে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে বসবাস করছে। তখন মিয়ানমারে অং সান সু চি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় ছিল।
আপনার মূল্যবান মতামত দিন: