ফাইল ছবি
রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় ২৫০ কিলোমিটার উত্তর-পূর্বে ইভানোভো অঞ্চলে মঙ্গলবার একটি রুশ সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘আজ, ইভানোভো অঞ্চলে সামরিক কার্গো বিমান এএন-২২ রক্ষণাবেক্ষণের পর পরীক্ষামূলক উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়। বিমানটি একটি জনবসতিহীন এলাকায় বিধ্বস্ত হয়।’
স্থানীয় জরুরি পরিষেবা রুশ বার্তাসংস্থা তাসকে জানিয়েছে, এএন-২২ বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় এতে সাতজন আরোহী ছিলেন।
রাশিয়ান তদন্ত কমিটি নিশ্চিত করেছে, বিমানে থাকা সব ক্রু সদস্য নিহত হয়েছেন। বিমান বিধ্বস্তের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এএন-২২ বিমানটি মাঝ আকাশে ভেঙে পড়তে শুরু করে এবং বিমানের ধ্বংসাবশেষ উভোদ জলাধারে পড়ে।
আপনার মূল্যবান মতামত দিন: