ফাইল ছবি
সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন কৌশলের তথ্য প্রকাশিত হয়েছে। সেখানে ইউরোপীয় দেশগুলির উপর ইউরোপীয় ইউনিয়নের অতিরিক্ত প্রভাব এবং অভিবাসন নীতি নিয়ে সমালোচনা করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের নতুন অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে, তারা মনে করে ‘যুক্তরাষ্ট্রের প্রথম’ নীতি নিয়ে গোটা পৃথিবীকে দেখতে হবে।
জার্মান চ্যান্সেলর ফ্রেডরিশ ম্যার্ৎস এই বক্তব্যের তীব্র কটাক্ষ করেছেন। ম্যার্ৎস জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের এই সমালোচনাকে কোনোভাবেই জার্মানি সমর্থন করে না। ইইউ যা মনে করে তার সঙ্গে জার্মানি সহমত।
জার্মানি জানিয়েছে, ন্যাটোর প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রকে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ সহযোগী বলে মনে করে। কিন্তু ন্যাটো যেভাবে রাশিয়াকে দেখে তারাও রাশিয়াকে সেই চোখে দেখে। তারা মনে করে, ট্রান্স-অ্যাটলান্টিক অঞ্চলে রাশিয়া থ্রেট তৈরি করছে। কিন্তু ন্যাটোর বাইরে গিয়ে তারা অতিরিক্ত কোনো হুমকির তথ্যকে সমর্থন করে না।
অভিবাসন প্রসঙ্গেও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে জার্মানি। জানিয়েছে, তারা অভিবাসীদের পক্ষে।
আপনার মূল্যবান মতামত দিন: