যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনায় বসেছেন পুতিন, উইটকফ এবং কুশনার

মুনা নিউজ ডেস্ক | ২ ডিসেম্বর ২০২৫ ১৯:২১

ফাইল ছবি ফাইল ছবি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করছেন। আলোচনার লক্ষ্য ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধের সম্ভাব্য পথ নির্ধারণ করা। ট্রাম্প বারবার বলেছেন, তিনি এই সংঘাত বন্ধ করতে চান। তবে আগের কয়েকটি প্রচেষ্টা—অগাস্টে আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকসহ—এখন পর্যন্ত কোনো ফল আনতে পারেনি।

গত সপ্তাহে ফাঁস হওয়া ২৮ দফার মার্কিন শান্তি প্রস্তাব ইউক্রেনীয় ও ইউরোপীয় কর্মকর্তাদের উদ্বিগ্ন করেছে। খসড়ায় ন্যাটো, রাশিয়ার নিয়ন্ত্রণাধীন অঞ্চল, ইউক্রেনীয় সেনাবাহিনীর ওপর বিধিনিষেধের মতো বিষয় রয়েছে। এর পর ইউরোপীয় শক্তিগুলো পাল্টা প্রস্তাব দেয়। জেনেভার আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেন জানিয়েছে, তারা একটি হালনাগাদ ও সংশোধিত শান্তি প্রস্তাব নিয়ে এসেছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, উইটকফের সঙ্গে বৈঠকটি আজ দিনের দ্বিতীয়ার্ধে হবে। তবে রাশিয়ার ‘রেড লাইন’ বা অস্বীকারযোগ্য শর্ত সম্পর্কে কোনো বিস্তারিত জানানো হয়নি। পুতিন বলেছেন, তিনি শান্তি আলোচনায় প্রস্তুত, তবে ইউক্রেন কোনো চুক্তি প্রত্যাখ্যান করলে রাশিয়ার বাহিনী আরও অগ্রসর হবে।

বর্তমান ইউক্রেনপন্থী মানচিত্র অনুযায়ী, রাশিয়ার বাহিনী দেশটির ১৯ শতাংশের বেশি অঞ্চল নিয়ন্ত্রণ করছে, যা দুই বছর আগের তুলনায় এক শতাংশ বেশি। রুশ সামরিক কমান্ডাররা সোমবার জানিয়েছেন, পোক্রোভস্ক ও ভোভচানস্ক শহরও দখল করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, দুই বছরের যুদ্ধে ১২ লাখের বেশি মানুষ হতাহত হয়েছেন। তবে ইউক্রেন বা রাশিয়া কেউই নির্দিষ্ট সংখ্যার তথ্য প্রকাশ করছে না।

রাশিয়ার মূল দাবিগুলোতে রয়েছে—ইউক্রেন কখনো ন্যাটোতে যোগ দিতে পারবে না, দনবাসের পুরো নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে থাকবে, ইউক্রেনীয় সেনাবাহিনীর ওপর বিধিনিষেধ আরোপ এবং রাশিয়ান ভাষাভাষী ও অর্থোডক্স অনুসারীদের সুরক্ষা নিশ্চিত করা। ইউক্রেন এসব মানলে আত্মসমর্পণ হবে বলেই আশঙ্কা করছে। তবে যুক্তরাষ্ট্র কিয়েভের জন্য ১০ বছরের নিরাপত্তা নিশ্চয়তার প্রস্তাবও দিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: