ফাইল ছবি
ইসরাইলি-ফিলিস্তিনি সংঘাতের জন্য দ্বিরাষ্ট্র সমাধানের পর ভ্যাটিকানের জোর পুনর্ব্যক্ত করেছেন পোপ লিও চতুর্দশ। তিনি বলেছেন, এটিই একমাত্র সমাধান যা উভয়পক্ষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে পারে।
তুরস্ক সফর শেষে রোববার লেবাননে যাওয়ার পথে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেছেন। তিনি পোপ হিসেবে তার প্রথম আন্তর্জাতিক যাত্রার দ্বিতীয় ও শেষ পর্যায়ে রয়েছেন।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সাথে ব্যক্তিগত বৈঠকে গাজা ও ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার বিষয়টি তিনি নিশ্চিত করে বলেন, আঞ্চলিক দুই বড় সংকট সমাধানে তুরস্কের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
গাজা প্রসঙ্গে তিনি ইসরাইল ও ফিলিস্তিনিদের জন্য দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে হলি সি-এর দীর্ঘস্থায়ী অবস্থানের পুনরাবৃত্তি করেন। পূর্ব জেরুসালেম, অধিকৃত পশ্চিমতীর ও গাজা নিয়ে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনকে দীর্ঘদিন ধরেই সংঘাত সমাধানের একমাত্র উপায় হিসেবে দেখে আসছে আন্তর্জাতিক মহল।
পোপ লিও বলেন, ‘আমরা জানি যে এই মুহূর্তে ইসরাইল এই সমাধান গ্রহণ করবে না। কিন্তু আমরা এটিকে একমাত্র সমাধান হিসেবে দেখি যা সংঘাতের সমাধান দিতে পারে। আমরা ইসরাইলেরও বন্ধু, এবং আমরা উভয়পক্ষের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করি। যা তাদের সবার জন্য ন্যায়বিচারের সমাধানের কাছাকাছি আনতে সাহায্য করতে পারে।’
তুরস্কে থাকাকালীন পোপ গাজায় ইসরাইলের গণহত্যার বিষয়টি সরাসরি উল্লেখ করেনি। এ বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আপনার মূল্যবান মতামত দিন: