এআই প্রযুক্তিকে শক্তিশালী করতে প্রেসিডেন্ট ট্রাম্পের ৯২০০ কোটি ডলারের পরিকল্পনা

মুনা নিউজ ডেস্ক | ১৬ জুলাই ২০২৫ ২৩:১৮

ছবি :  সংগৃহীত ছবি : সংগৃহীত

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বর্ধনশীল জগৎকে শক্তি সরবরাহ করতে ৯২০০ কোটি ডলারের এক বিশাল পরিকল্পনা ঘোষণা করেছেন। কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘পেনসিলভানিয়া এনার্জি ও ইনোভেশন সামিট’-এ ভাষণ দিতে গিয়ে প্রেসিডেন্ট এ ঘোষণা দেন। সামিটে মূল আলোচ্য ছিল গ্লোবাল এআই নেতৃত্বে চীনকে টপকানোর কৌশল। 

ট্রাম্প বলেন, এই বিনিয়োগ নিশ্চিত করছে যে ভবিষ্যৎ নির্মিত হবে পেনসিলভানিয়ায়, পিটসবার্গে এবং আমি বলবো, আমেরিকার মাটিতেই। এ বিষয়ে যেসব পরিকল্পনা নেয়া হয়েছে, তার মধ্যে আছে নতুন ডাটা সেন্টার নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, গ্রিড অবকাঠামো উন্নয়ন ও এআই প্রশিক্ষণ ও অ্যাপ্রেনটিস প্রোগ্রাম চালু করা।

বর্তমানে জেনারেটিভ এআই প্রযুক্তির জনপ্রিয়তা আকাশছোঁয়া। কিন্তু এর জন্য ব্যাপক পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন। বিশেষ করে এনভিডিয়ার মতো কোম্পানির তৈরি শক্তিশালী চিপগুলো চালাতে প্রচুর বিদ্যুৎ লাগে। সরকারি হিসেবে, ২০২৮ সালের মধ্যে এআই চালানোর জন্য ৫ গিগাওয়াট বিদ্যুৎ লাগবে- যা প্রায় ৫০ লাখ বাড়িতে বিদ্যুৎ সরবরাহের সমান।

ওদিকে পেনসিলভানিয়া ও আশেপাশের অঞ্চলে এআই-সক্ষম ডাটা সেন্টার তৈরি করতে ২৫০০ কোটি ডলার বিনিয়োগ করছে গুগল। গুগলের প্রেসিডেন্ট রুথ পোরাত বলেন, আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের স্পষ্ট ও জরুরি দিকনির্দেশনাকে সমর্থন করি। আমেরিকাকে এআই-এ নেতৃত্বে রাখতে হলে এখনই বিনিয়োগ দরকার।

গুগল আরও জানায়, তারা ব্রুকফিল্ড অ্যাসেট ম্যানেজমেন্টের সঙ্গে অংশীদারিত্বে দুইটি পানিবিদ্যুৎ কেন্দ্র আধুনিকীকরণ করবে। এর মাধ্যমে ৬৭০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।

একটি বৃহৎ বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন। তারাও ২৫০০ কোটি ডলারের বেশি অর্থ নতুন ডাটা সেন্টার ও জ্বালানি অবকাঠামো নির্মাণে ব্যয় করবে। পেনসিলভানিয়ার সিনেটর ডেভিড ম্যাককরমিক একে বলেন, এটি পেনসিলভানিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমেরিকার ভবিষ্যতের জন্য নির্ধারক।

ট্রাম্প বলেন, আমরা চীনের চেয়ে অনেক এগিয়ে আছি। আমাদের পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়ে গেছে। এই প্রতিযোগিতার অংশ হিসেবে তিনি জানুয়ারিতে ‘স্টারগেট’ নামের একটি প্রকল্প উদ্বোধন করেন। সেখানে ৫০ কোটি ডলার পর্যন্ত এআই অবকাঠামোতে বিনিয়োগের লক্ষ্য রয়েছে। এ প্রকল্পে সফটব্যাঙ্ক (জাপান), ওপেনএআই (চ্যাটজিপিটির নির্মাতা), ওরাকল- এই তিনটি প্রতিষ্ঠান মিলে প্রাথমিক ধাপে ১০,০০০ কোটি ডলার বিনিয়োগ করছে।



আপনার মূল্যবান মতামত দিন: