ইসরায়েলের ইরান হামলার পরিকল্পনা নিয়ে অবগত আছেন বাইডেন

মুনা নিউজ ডেস্ক | ১৯ অক্টোবর ২০২৪ ২০:৫৩

ফাইল ছবি ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল ইরানে কবে, কখন ও কোথায় হামলা চালাবে তা জানেন তিনি। গতকাল শুক্রবার জার্মানির রাজধানী বার্লিনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ ও হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াহসহ অন্য শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ নিতে ইরান ১ অক্টোবর একযোগে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়ে। এর পর থেকেই ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। আর ঠিক এই সময়েই এই মন্তব্য করলেন বাইডেন।

বার্লিনের সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে ইরানে ইসরায়েলের পরিকল্পিত প্রতিক্রিয়া সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেননি। তবে তারপরও তাঁর এই মন্তব্য প্রথমবারের মতো এ বিষয়টি সামনে আনল যে সম্ভবত যুক্তরাষ্ট্র ইরানে ইসরায়েলের সম্ভাব্য প্রতিক্রিয়ার ব্যাপারে খুঁটিনাটি জানে।

সাংবাদিকেরা জানতে চান ‘মধ্যপ্রাচ্যে শান্তির’ সম্ভাবনা কতটা? জবাবে বাইডেন বলেন, ‘আমরা একটি সুযোগ দেখতে পাচ্ছি...যে আমরা সম্ভবত ইসরায়েল ও ইরানকে এমনভাবে মোকাবিলা করতে পারি; যা কিছু সময়ের জন্য সংঘাতের অবসান ঘটাবে...এবং এর আগে-পরের ঘটনাগুলোও থেমে যাবে।’

প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা মনে করি, লেবাননে যুদ্ধবিরতির জন্য কাজ করার সম্ভাবনা আছে। তবে গাজার জন্য এই বিষয়টি আরও কঠিন হতে চলেছে। তবে আমরা একমত যে এর (গাজার) জন্য একটি ফলাফল আনা জরুরি। হয়তো পরে কখনো এটি সম্ভব হবে।’ তবে তিনি এই বিষয়ে আর বিস্তারিত কোনো তথ্য দেননি।



আপনার মূল্যবান মতামত দিন: