ফাইল ছবি
ভেনেজুয়েলার রাজনৈতিক পটপরিবর্তনের পর এবার প্রতিবেশী কিউবার ওপর চাপ বাড়াচ্ছে ট্রাম্প প্রশাসন। গণমাধ্যম 'পলিটিকো'র দাবি অনুযায়ী, কিউবার তেল আমদানি বন্ধ করতে ওয়াশিংটন এখন সমুদ্রপথ অবরোধের পরিকল্পনা করছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই পরিকল্পনায় সমর্থন দিয়েছেন বলে জানা গেছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি।
ভেনেজুয়েলা থেকে তেল সরবরাহ বন্ধ হওয়ায় কিউবার অর্থনীতি ইতিমধ্যেই বিপর্যস্ত। এর মধ্যে গত বুধবার ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এক প্রতিবেদনে জানায়, চলতি বছরের মধ্যেই কিউবা সরকারের পতন ঘটানোর লক্ষ্য নিয়েছে ট্রাম্প প্রশাসন। এমন উত্তপ্ত পরিস্থিতিতে ওয়াশিংটনের প্রতিশোধমূলক হামলার ভয়ে কিউবায় তেল সরবরাহ চালিয়ে যাওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করছে মেক্সিকোর শেইনবাউম সরকার।
উল্লেখ্য, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেফতার হওয়ার পর কিউবার জ্বালানি সংকট তীব্র হয়েছে। বর্তমানে মেক্সিকোই যুক্তরাষ্ট্রের সরবরাহকারী। অন্যদিকে, মাদক পাচারের সন্দেহে পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে মার্কিন সামরিক বাহিনীর হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। মাদুরো দম্পতিকে আটকের পর এটিই প্রথম বড় কোনো নৌ-হামলা। এদিকে কারাকাসে মাদুরোর মুক্তির দাবিতে এখনও বিক্ষোভ অব্যাহত রয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: