গ্রিনল্যান্ডে স্থায়ী প্রবেশাধিকার নিশ্চিতে ন্যাটোর সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি

মুনা নিউজ ডেস্ক | ২৩ জানুয়ারী ২০২৬ ২০:০৮

সংগৃহীত সংগৃহীত

গ্রিনল্যান্ডে সম্পূর্ণ ও স্থায়ী সামরিক প্রবেশাধিকার নিশ্চিত করতে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৩ জানুয়ারি, ২০২৬)  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন। তিনি জানান, গ্রিনল্যান্ডের নিরাপত্তার পাশাপাশি সেখানে একটি আধুনিক ‘গোল্ডেন ডোম’ প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করছে তার প্রশাসন। ইতিপূর্বে গ্রিনল্যান্ড দখল নিয়ে মিত্র দেশগুলোর সঙ্গে বৈরিতা দেখা দিলেও, বর্তমান চুক্তির মাধ্যমে ওয়াশিংটন সহযোগিতার পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে।

এদিকে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন স্পষ্ট করেছেন যে, নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হলেও গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস করা হবে না। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন গ্রিনল্যান্ডের সুরক্ষায় একটি বিশাল বিনিয়োগ প্যাকেজের ঘোষণা দিয়েছে এবং ট্রাম্পের পক্ষ থেকে ভবিষ্যতে কোনো জবরদস্তিমূলক পদক্ষেপের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে। আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে ন্যাটো এবং ইইউ উভয়ই তাদের কৌশলগত উপস্থিতি বাড়ানোর ওপর জোর দিচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: