এক্স-এর নতুন ফিচার চালু, এখন জানা যাবে আঞ্চলিক অবস্থান

মুনা নিউজ ডেস্ক | ২৫ নভেম্বর ২০২৫ ২৩:২২

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত
সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স (আগের টুইটার) একটি নতুন ফিচার চালু করেছে। এর ফলে কোনো অ্যাকাউন্ট তৈরির তারিখ ও অঞ্চলভিত্তিক অবস্থান সম্পর্কে তথ্য জানা যাচ্ছে। বিশেষ করে যেসব অ্যাকাউন্ট থেকে যুক্তরাষ্ট্রের রাজনীতি নিয়ে ঘনঘন পোস্ট দেওয়া হয়।
 
গত শনিবার এক্স-এর প্রোডাক্ট বিভাগের প্রধান নিকিতা বিয়ার এক পোস্টে ফিচারটি চালুর ঘোষণা দেন। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এরপরই অনেক ব্যবহারকারী দেখতে পান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাগা (মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন) আন্দোলনের সমর্থনে নিয়মিত পোস্ট দেওয়া অ্যাকাউন্টগুলো যুক্তরাষ্ট্রভিত্তিক নয়।
 
প্রায় ৪ লাখ অনুসারীর একটি অ্যাকাউন্ট ‘মাগা নেশন’ এর অবস্থান দেখাচ্ছে পূর্ব ইউরোপের একটি দেশ। এই অ্যাকাউন্ট থেকে নিয়মিত ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে পোস্ট দেওয়া হয়। একই রকম আরও কিছু অ্যাকাউন্টের অবস্থান দেখা গেছে বাংলাদেশ, থাইল্যান্ড ও নাইজেরিয়ায়।
 
 ‘আমেরিকা ফার্স্ট’ নামের একটি অ্যাকাউন্টের অবস্থান দেখা গেছে বাংলাদেশে। এতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিনা লেভিটের ছবি ব্যবহার করা হয়েছে। বায়োতে ইংরেজিতে লেখা- ‘ভালোর পক্ষে, মন্দের বিপক্ষে’। ১৭ নভেম্বর দেওয়া এক পোস্টে লেখা হয়, ‘শুভ সকাল এক্স! ঈশ্বর আমেরিকার মঙ্গল করুন’। অ্যাকাউন্টটির ফলোয়ার প্রায় ৬৭ হাজার।
 
মাগা’র পক্ষে কত সংখ্যক অ্যাকাউন্ট ভিন্ন দেশ থেকে পরিচালিত হয়; তবে সে সংখ্যা এখনও জানা যায়নি। কিছু অ্যাকাউন্টের ধরন পর্যালোচনা করে বলা হয়েছে, এগুলোতে কট্টর আমেরিকাপন্থী ছবি, ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সদস্য কিংবা প্রশাসনের কর্মকর্তাদের ছবি ব্যবহার করা হয়। বেশিরভাগ পোস্ট দেওয়া হয় ডোনাল্ড ট্রাম্প সংক্রান্ত খবরের লিংক ও ভিডিও ক্লিপ। যেগুলোর মাধ্যমে অ্যাকাউন্টের মালিক এক্স থেকে আয় করতে পারেন।
 
ডোনাল্ড ট্রাম্প নিজেও তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এ ধরনের বেশ কিছু অ্যাকাউন্টের পোস্ট শেয়ার করেছেন। গত রোববার তিনি ‘কমেন্ট্রি ডোনাল্ড জে. ট্রাম্প’ নামের একটি অ্যাকাউন্টের পোস্ট শেয়ার করেন। সেখানে একটি ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘বিদেশে জন্ম নেওয়া কারও প্রার্থী হওয়াকে কি আপনি সমর্থন করেন?’ লোকেশন ফিচার চালুর পর দেখা যায় অ্যাকাউন্টটি আফ্রিকাভিত্তিক।
 
অ্যাকাউন্টগুলোর বিষয়ে জানতে এক্সের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে তারা কোনো মন্তব্য করেনি। জানা যায়, ট্রাম্পকে সমর্থন করা অ্যাকাউন্টগুলোর অবস্থান প্রকাশ্যে আসার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্সে একটি পোস্ট দিয়েছে। সেখানে বলা হয়েছে, তাদের অ্যাকাউন্টটি বাইরের দেশ থেকে পরিচালিত হয় না।
 
এক্সের বর্তমান মালিক ধনকুবের ইলন মাস্ক। দীর্ঘদিন ধরে এক্সে ভুয়া ও স্বয়ংক্রিয় অ্যাকাউন্টের মাধ্যমে অপতথ্য ছড়ানো হচ্ছে। গবেষকদের মতে, করোনা মহামারির সময়ও বট অ্যাকাউন্টগুলো ভুল তথ্য ছড়িয়েছে। এগুলোতে ষড়যন্ত্র তত্ত্বও প্রচার করা হয়। যুক্তরাষ্ট্রসহ অন্য দেশের নির্বাচনের সময়ও বট ব্যবহার করে উসকানিমূলক পোস্ট দেওয়া হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: