চট্টগ্রাম থেকে সরাসরি সৌদি আরবের জেদ্দায় ফ্লাইট শুরুর প্রস্তুতি সৌদি এয়ারলাইনসের

মুনা নিউজ ডেস্ক | ১ জানুয়ারী ২০২৪ ২০:১২

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

চলতি বছরের মার্চে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি সৌদি আরবের জেদ্দায় ফ্লাইট শুরুর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস। এ বিলাসবহুল বিমান সংস্থার ফ্লাইট চালু হলে চট্টগ্রামের যাত্রীদের সৌদি যাত্রায় সুবিধা হবে

এতদিন চট্টগ্রাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সপ্তাহে তিনদিন চলাচল করতো। আর একটি চলাচল করতো চট্টগ্রাম-মদিনা রুটে।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, প্রাথমিকভাবে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করার প্রস্তুতি নিচ্ছে সৌদি এয়ারলানস। পরবর্তীতে যাত্রী চাহিদা অনুপাতে ফ্লাইট সংখ্যা বাড়বে। সবগুলো ফ্লাইট পরিচালিত হবে-বিলাসবহুল বোয়িং ৭৭৭ এবং বোয়িং ৭৪৭ উড়োজাহাজ দিয়ে।

এ দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগে থেকেই ফ্লাইট পরিচালনা করছে সৌদি এয়ারলাইনস। বর্তমানে এ এয়ারলাইনসে করে জেদ্দা হয়ে ১৫১টি বিলাসবহুল ফ্লাইটের মাধ্যমে বিশ্বের ১০২টি গন্তব্যে যাওয়ার সুযোগ রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: