ফাইল ছবি
এবারের মতো আগামী বছরও হজযাত্রীরা বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক মওকুফ করেছে সরকার। এতে হজযাত্রীদের প্রায় পাঁচ হাজার টাকা সাশ্রয় হবে। বুধবার বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে এনবিআর বলেছে, হজের ব্যয় কমানোর সরকারের মহতি উদ্যোগকে সফল করার উদ্যোগ নেওয়া হয়েছে। ধর্মপ্রাণ সাধারণ মানুষের হজ পালনের আকাঙ্ক্ষা পূরণ ও হজ পালনের ব্যয় কমানোর অভিপ্রায় বাস্তবায়নের স্বার্থে চলতি বছরের মতো আগামী বছরও যারা হজ পালনের লক্ষ্যে সৌদি আরব গমন করবেন তাদের বিমান টিকিটের ওপর প্রযোজ্য আবগারি শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত রোববার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এনবিআর বলেছে, আবগারি শুল্ক প্রত্যাহারের কারণে প্রত্যেক হজযাত্রীর পবিত্র হজ পালনে সৌদি আরবে যাওয়া এবং আসা বাবদ বিমান টিকিটের খরচ প্রায় পাঁচ হাজার টাকা সাশ্রয় হবে।
চলতি বছর যারা হজ করেছেন তারাও বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক সুবিধা পেয়েছিলেন। গত বছরের নভেম্বরে আবগারি শুল্ক অব্যাহতির পাশাপাশি যাত্রীর এম্বারকেশন ফি, নিরাপত্তা ফি এবং এয়ারপোর্ট নিরাপত্তা ফির ওপর আরোপিত ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতি দেওয়া হয়েছিল।
আপনার মূল্যবান মতামত দিন: