পাকিস্তানে মসজিদেই প্রাথমিক স্তর পর্যন্ত ঐতিহ্যবাহী শিক্ষা প্রদানের প্রস্তাব

মুনা নিউজডেস্ক | ১৭ ডিসেম্বর ২০২৩ ০৩:৩৫

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

 

পাকিস্তানের মসজিদগুলোতে শিশুদের প্রাথমিক স্তর পর্যন্ত ঐতিহ্যবাহী শিক্ষা প্রদানের প্রস্তাব করা হয়েছে। দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ প্রস্তাব দিয়েছে।


শনিবার জিও নিউজ জানিয়েছে, দেশটিতে আড়াই লাখেরও বেশি মসজিদ রয়েছে, যেগুলো ভোরবেলা থেকে জোহর নামাজ পর্যন্ত খালি থাকে।

এই পরিস্থিতিতে মন্ত্রণালয়ের প্রস্তাব হচ্ছে- সারাদেশে দেড় কোটির বেশি শিশু স্কুলে যায় না। এজন্য মসজিদই ঐতিহ্যবাহী শিক্ষা প্রদানের উপযুক্ত জায়গা। এজন্য ইমামদের সাথে এ বিষয়ে পরামর্শও শুরু হয়েছে।


ধর্ম বিষয়ক তত্ত্বাবধায়ক অনিক আহমেদ বলেছেন যে- মসজিদে শিক্ষা ও স্বাস্থ্য সুবিধার জন্য প্রাদেশিক সরকারের সাথে আলোচনা চলছে। তার দাবি- শুধু পাকিস্তান-ই নয়; বরং বিভিন্ন দেশের মসজিদগুলোও শতাব্দীর পর শতাব্দী ধরে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার জন্য ব্যবহৃত হয়ে আসছে।


তিনি আরো বলেন, একইসাথে সপ্তাহে একদিন মসজিদে নারী চিকিৎসকের সেবা দেয়ারও পরামর্শ দেয়া হয়েছে এবং রাষ্ট্রপতি আরিফ আলভিও মসজিদে শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা দেয়ার পক্ষে।



আপনার মূল্যবান মতামত দিন: