ডেনমার্কের কোরআনবিষয়ক আইনকে স্বাগত জানাল মুসলিম বিশ্ব

মুনা নিউজডেস্ক | ১১ ডিসেম্বর ২০২৩ ১৮:৫৯

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত


সম্প্রতি ডেনমার্কে পবিত্র কোরআন পোড়ানো নিষিদ্ধ করে পাস হওয়া আইনকে স্বাগত জানিয়েছে মুসলিম বিশ্বের আন্তর্জাতিক সংস্থা ও ইসলামী প্রতিষ্ঠান। দেশটির এ আইনে কোরআনসহ অন্যান্য ধর্মীয় গ্রন্থের সঙ্গে অনুপযুক্ত আচরণ অপরাধ হিসেবে সাব্যস্ত করা হয়। ডেনমার্কের নেওয়া এ পদক্ষেপের প্রশংসা করেছে মুসলিম দেশগুলোর সর্ববৃহৎ সংস্থা অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি), মিসরের বিশ্বখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয় ও ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (আইসিইএসসিও)।

গত ৮ ডিসেম্বর প্রকাশিত এক বিবৃতিতে ওআইসির মহাসচিব হুসাইন ইবরাহিম তোহা আশা প্রকাশ করে জানান, ধর্মীয়ভাবে সম্মানিত গ্রন্থগুলোর অবমাননা ও ধর্মীয় বিদ্বেষ প্রতিরোধের প্রচেষ্টায় আইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


তা ছাড়া আইনটি বিভিন্ন ধর্ম, সম্প্রদায় ও মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান, সহনশীলতা, বন্ধুত্ব ও সম্প্রীতি তৈরি করবে।
এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে কোরআন পোড়ানো প্রতিরোধে পদক্ষেপ নেওয়ায় ডেনমার্কের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। তা ছাড়া কোরআনের কপি পোড়ানোর ঘটনা প্রত্যক্ষ করেছে এমন দেশগুলোও এ ধরনের পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করে দেশটি।

ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (আইসিইএসসিও) এক বিবৃতিতে ডেনমার্কের এ উদ্যোগ স্বাগত জানিয়ে বলেছে, এ পদক্ষেপ পবিত্র জিনিসের লঙ্ঘনের প্রতি দায়বদ্ধতা দেখায় এবং চরমপন্থী ও বর্ণবাদীদের ছড়ানো ঘৃণা নিয়ন্ত্রণে ডেনিশ কর্তৃপক্ষের গুরুত্বারোপের বিষয়টি ইঙ্গিত দেয়।


তা ছাড়া সংস্থাটি ধর্মীয় অবমাননার সাক্ষী দেশগুলোকে ও আন্তর্জাতিক সম্প্রদায়কে এমন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।
কোরআন পোড়ানোকে অপরাধ সাব্যস্ত করে আইন ডেনমার্কের প্রশংসা করেছে মিসরের বিশ্বখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়। এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়টি বলেছে, দেশটির এ পদক্ষেপ প্রশংসনীয় যা মুসলিমদের পবিত্রতা লঙ্ঘনের প্রচেষ্টা বন্ধ করতে সাহায্য করে এবং সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক মনোভাব তৈরি করে। এ পদক্ষেপ মুসলিম বিরোধী বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধে সহায়তা করে।


তা ছাড়া বিশ্ববিদ্যালয়টি অন্যান্য ইউরোপীয় দেশগুলোকে ধর্মীয় অবমাননা প্রতিরোধ ও ধর্মীয় পবিত্রতা রক্ষায় আইন করার আহ্বান জানায়।
চলতি বছর বেশ কয়েকবার ডেনমার্ক, সুইডেনসহ ইউরোপের কয়েকটি দেশে পবিত্র কোরআনের কপি পোড়ানোর ঘটনা ঘটে। তখন সারা বিশ্বের মুসলিমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এ ধরনের অবমাননামূলক কর্মকাণ্ড নিষিদ্ধ করে আইন করার আহ্বান জানায়। এরপর গত ৭ ডিসেম্বর ধর্মীয় তাৎপর্যপূর্ণ কোনো লেখার সঙ্গে অনুপযুক্ত আচরণ করাকে অপরাধ করে একটি আইন পাস করে সুইডিশ পার্লামেন্ট।



আপনার মূল্যবান মতামত দিন: