ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর হত্যাকাণ্ড থামানোর আহ্বান জানিয়ে আরব-ইসলামিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। আরব বিশ্বের সব ইসলামি দেশকে এই সম্মেলনে আমন্ত্রণ জানো হবে।
সৌদির বিনিয়োগমন্ত্রী খালিদ আল-ফালিহ বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার সিঙ্গাপুরে ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামের সম্মেলনে সৌদি আরবের প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন তিনি। সেই সম্মেলনের অবসরে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে খালিদ আল ফালিহ বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে জরুরিভিত্তিতে আরব-ইসলামিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছি। আরব অঞ্চল ও ইসলামি বিশ্বের সব দেশকে সেই সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে।’
সৌদি মন্ত্রী বলেন, ‘সৌদি আরব ও ইসলামি বিশ্বের অন্তর্ভুক্ত সব দেশ— আমরা সবাই চাই গাজায় চলমান সংঘাতের একটি শান্তিপূর্ণ সমাধান আসুক। কীভাবে সেই সমাধান আসতে পারে— সে সংক্রান্ত আলোচনাই হবে সেই সম্মেলনে মূল এজেন্ডা। আমরা আশা করছি, যে উদ্দেশে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে— তা সফল হবে।’
সূত্র : রয়টার্স
আপনার মূল্যবান মতামত দিন: