ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) উত্তর গাজার বিরুদ্ধে ভারী কামান হামলা চালাচ্ছে, প্রতি মিনিটে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। সিএনএনের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গাজা উপত্যকার ঘেরের কাছে একটি ইসরায়েলি চেকপয়েন্টে সিএনএন নিরলস হামলার পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। গাজার ছিটমহল থেকে ধোঁয়া উঠতেও দেখেছে তারা।
কিছু কিছু বিস্ফোরণ এতটাই শক্তিশালী সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থান করেও সাংবাদিকরা হামলার প্রভাব শারীরিকভাবে টের পাচ্ছে।
আইডিএফ রিজার্ভ সৈন্যরা যারা অবস্থান পরিচালনা করছে তারা সিএনএনকে জানিয়েছে, শুক্রবার রাতটি ছিল বোমা হামলার সবচেয়ে তীব্র রাত। তারা ৭ অক্টোবর থেকে এই এলাকায় অবস্থান করছে।
তারা বলেছে, শনিবার সকালে যে বোমাবর্ষণ লক্ষ্য করা গেছে এবং শোনা গেছে তা সারারাতের তুলনায় অনেক কম তীব্র।
ইসরায়েলি সৈন্যরা ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্রের আশংকা করে গাজা উপত্যকার চারপাশের একটি বড় ঘের পরিষ্কার করেছে।
আপনার মূল্যবান মতামত দিন: