যুক্তরাজ্যে স্বাস্থ্যসেবা প্রদানে মসজিদের সহযোগিতা

মুনা নিউজ ডেস্ক | ১ অক্টোবর ২০২৩ ১৪:৫৭

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি


পবিত্র রমজান মাসে সংগৃহীত অর্থ স্থানীয় স্বাস্থ্যবিষয়ক দাতব্য সংস্থাকে দান করেছে যুক্তরাজ্যের বোল্টন শহরের মসজিদ কর্তৃপক্ষ। স্থানীয় ১১টি মসজিদের পক্ষ থেকে ১৮ হাজার পাউন্ডের বেশি তাদের হাতে তুলে দেয় দ্য বোল্টন মসজিদ চান্দা কমিউনিটি (বিএমসিসি)। এই অর্থ ন্যাশনাল হেলথ ফাউন্ডেশনের কর্মী, রোগী ও স্থানীয়দের জন্য ব্যয় করা হবে।

বাবু আদম বলেন, ‘হাসপাতালে অনুদান প্রদানের মাধ্যমে মসজিদ কর্তৃপক্ষ একটি সামাজিক কর্মসূচি পালন করেছে। এর মাধ্যমে সমাজের সব সম্প্রদায়ের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে উঠবে। হাসপাতালের জন্য এমন অবদান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষত অনেক রোগীর প্রয়োজন পূরণে হাসপাতাল কর্তৃপক্ষ এগিয়ে আসতে পারে। স্থানীয় মসজিদগুলোর অংশগ্রহণের মাধ্যমে সমাজে একতা ও সংহতি তৈরি হয়। এই ধরনের দাতব্য কর্মসূচি আমরা অব্যাহত রাখব। এমন কর্মসূচি পালনে ইসলাম ধর্মে উৎসাহিত করা হয়েছে।’

বোল্টন এনএইচএস ফাউন্ডেশনের ট্রাস্টের চ্যারিটি ম্যানেজার সারাহ স্কিনার বলেন, ‘হাসপাতাল ও মসজিদ কর্তৃপক্ষের মধ্যে অনুদান কার্যক্রমে সহযোগিতাপূর্ণ সম্পর্ক রয়েছে। আগের অনুদানগুলো হাসপাতালের সুবিধা বৃদ্ধিতে বিশেষ অবদান রেখেছে। সমাজের ইতিবাচক পরিবর্তনে তহবিল সংগ্রহের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একসঙ্গে কাজ করার মাধ্যমে আমরা দীর্ঘস্থায়ী উত্তরাধিকার তৈরি করতে পেরেছি, যা বোল্টনবাসীকে দীর্ঘ সময় উপকার দেবে।’

বোল্টন শহরের যেসব মসজিদের পক্ষ থেকে অনুদান গ্রহণ করা হয়েছে তা হলো—মসজিদে আর রহমান, জাকারিয়া জামে মসজিদ, মসজিদে দারুল কোরআন, মসজিদে মক্কি, মসজিদে সালাম, মসজিদে তাইয়িবাহ, মসজিদে আল-ফালাহ, মসজিদে আশরাফিয়া, মসজিদে নুর, মসজিদে ইবরাহিম এবং মসজিদে উসমান।


সূত্র : বোল্টন নিউজ



আপনার মূল্যবান মতামত দিন: