মুনা এনজে নর্থ জুনিয়রস-এর উদ্যোগে হাবিল ও কাবিলের গল্প নিয়ে শিক্ষামূলক আলোচনা

মুনা সাংগঠনিক ডেস্ক | ৪ আগস্ট ২০২৫ ১৭:৪৭

আসরে গল্প শুনছে শিশু-কিশোররা। ছবি : মুনা আসরে গল্প শুনছে শিশু-কিশোররা। ছবি : মুনা

৩ আগস্ট ২০২৫, রোববার মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা নিউ জার্সি নর্থ চ্যাপ্টারের জুনিয়রস বিভাগের পক্ষ থেকে ছোটদের জন্য একটি সুন্দর ও শিক্ষণীয় গল্পের আসর আয়োজন করা হয় প্যারটারসনের মসজিদ আদমে। উক্ত অনুষ্ঠানে ব্রাদার হাদি পবিত্র আল-কুরআনে বর্ণিত হাবিল ও কাবিলের গল্প নিয়ে গুরুত্বপূর্ণ ও প্রাণবন্ত বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানের এক ঝলক

উপস্থিত শিশু-কিশোররা গভীর মনোযোগের সাথে ওই গল্পের আসর থেকে শিক্ষা লাভ করে। আলোচনার মাধ্যমে তারা ভালো ও মন্দের পার্থক্য, এবং আল-কুরআনে আলোচিত গল্পের শিক্ষাগুলো সম্পর্কে সচেতনতা অর্জন করে।

অনুষ্ঠান শেষে উপস্থিত জুনিয়রদের মজাদার স্ন্যাকস দিয়ে আপ্যায়ন করা হয়।

 


সূত্র : সামাজিক মাধ্যম



আপনার মূল্যবান মতামত দিন: