মুনা ওয়েস্ট জোন চিলড্রেন ডিপার্টমেন্টের উদ্যোগে ’চিলড্রেন অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড অ্যাওয়ার্ড সেরেমোনি’ অনুষ্ঠিত

মুনা সাংগঠনিক ডেস্ক | ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৯:০৪

মুনা ওয়েস্ট জোন চিলড্রেন ডিপার্টমেন্টের উদ্যোগে ’চিলড্রেন অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড অ্যাওয়ার্ড সেরেমোনি’ মুনা ওয়েস্ট জোন চিলড্রেন ডিপার্টমেন্টের উদ্যোগে ’চিলড্রেন অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড অ্যাওয়ার্ড সেরেমোনি’


মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা – মুনা’র ওয়েস্ট জোন চিলড্রেন ডিপার্টমেন্টে’র উদ্যোগে ‘চিলড্রেন অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড অ্যাওয়ার্ড সেরেমোনি’ অনুষ্ঠিত হয়। ৯ সেপ্টেম্বর শনিবার - ২০২৩ স্থানীয় সময় বিকাল ৪টা ৩০মিনিটে ক্যালিফোর্নিয়ার হলিউড মসজিদে শিশু সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়েস্ট জোন চিলড্রেন ডিপার্টমেন্টের ড. শরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার ইসমাইল হোসাইন এবং আহসান হাবিব আরিফ।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্ট জোন প্রেসিডেন্ট আশরাফ হোসাইন আকবর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্ট জোন সেক্রেটারি আব্দুল মান্নান।অনুষ্ঠানে মুনা ওয়েস্ট জোনের অধীনস্থ সকল চ্যাপ্টারের উদ্যোগে বিভিন্ন সময়ে অনুষ্ঠিত কোরআন তেলাওয়াত ও নাশীদ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মুনা’র ওয়েস্ট জোন প্রেসিডেন্ট জনাব আশরাফ হোসেন আকবর, সেক্রেটারি আব্দুল মান্নান, ওয়েস্ট জোন এডুকেশন ডিরেক্টর ডঃ শরিফুল ইসলাম, হলিউড মসজিদের ইমাম আব্দুল মকিত আজাদ, লস এঞ্জেলেস চ্যাপ্টার প্রেসিডেন্ট আব্দুল মালেক, হলিউড চ্যাপ্টার প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইসমাইল হোসাইন, ভ্যালী চ্যাপ্টার প্রেসিডেন্ট ওয়াজেদ হাসান জাবেদ।

 

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অরেঞ্জ কাউন্টি প্রেসিডেন্ট এনামুল হক, ওয়েস্ট জোন ইয়ং সিস্টার ডিরেক্টর সুমাইয়া রাইয়ান, ওয়েস্ট জোন ইয়ং সিস্টার কো-অর্ডিনেটর ডিরেক্টর বাবলী আক্তার(কেয়া), চিলড্রেন ডিপার্টমেন্ট ডিরেক্টর নাজনীন সুলতানা(রানী), মু ইয়ুথ কো-অর্ডিনেটর ডিরেক্টর কামরুজ্জামান শিমুল, লস এঞ্জেলেস চ্যাপ্টার সেক্রেটারি হারুন অর রশীদ, অরেঞ্জ কাউন্টি চ্যাপ্টার সেক্রেটারি মোঃ আল মামুন সহ জোন ও চ্যাপ্টারের এর বিভিন্ন দায়িত্বশীল ও দায়িত্বশীলাবৃন্দ।

 

অনুষ্ঠানে পুরস্কার বিতরনের মাঝে মাঝে শিশু কিশোররা সুন্দর সুন্দর নাশীদ পরিবেশন করে। অনুষ্ঠানে প্রায় শতাধিক শিশু কিশোর ও অভিভাবকদের অংশগ্রহণ করে।
সমাপনী বক্তব্য ও দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। প্রোগ্রাম শেষে মুনা ওয়েস্ট জোন এর উদ্যোগে উপস্থিত সকলের মাঝে রাতের খাবার পরিবেশন করা হয়।

 


মোঃ আল মামুন
লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া



আপনার মূল্যবান মতামত দিন: