
আল-কোরআন একাডেমি ফর ইয়াং স্কলার্স (কাফিস), ব্রুকলিন ইসলামিক সেন্টার (বিআইসি) শাখার উদ্যোগে গত ৯ জুলাই ২০২৫ বুধবার নিউ ইয়র্কের ব্রুকলিনে অবস্থিত ৭১৫ চার্চ এভিনিউতে অনুষ্ঠিত হয় এক ব্যতিক্রমধর্মী স্মল বাজার ও সায়েন্স ফেয়ার।
আয়োজনে অংশগ্রহণ করে কাফিস বিআইসি শাখার ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষার্থীরা নিজ হাতে তৈরি বিভিন্ন বৈজ্ঞানিক প্রজেক্ট উপস্থাপন করে এবং ছোট ছোট ব্যবসা-ভিত্তিক স্টল পরিচালনার মাধ্যমে তাদের সৃজনশীলতা ও উদ্যোক্তা মানসিকতার পরিচয় দেয়।
পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে ছাত্রদের উদ্ভাবনী চিন্তা ও উৎসাহে। তাদের প্রজেক্টে ছিল পরিবেশবান্ধব উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর ধারণা এবং বাস্তব জীবনে প্রয়োগযোগ্য নানা বিজ্ঞানভিত্তিক উপস্থাপনা।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন স্কুলের শিক্ষক ও অতিথিবৃন্দ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি ও ভবিষ্যৎ নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।
জাকির হোসাইন (সজল)
ব্রুকলিন ওয়েস্ট চ্যাপ্টার মিডিয়া ডিরেক্টর, নিউ ইয়র্ক
আপনার মূল্যবান মতামত দিন: