খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দুআ মাহফিলে মুনা ওয়েস্ট জোনের নেতাগণ

মুনা সাংগঠনিক ডেস্ক | ৮ জানুয়ারী ২০২৬ ১৯:৫৪

ছবি : ফেসবুক থেকে সংগৃহীত ছবি : ফেসবুক থেকে সংগৃহীত

বাংলাদেশ সরকারের মাননীয় কনস্যুলেট জেনারেলের কার্যালয়ের আয়োজনে আপোসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার শোক ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা - মুনা ওয়েস্ট জোনের প্রেসিডেন্ট আব্দুল মান্নান এবং ভাইস প্রেসিডেন্ট আশরাফ হোসাইন আকবর বক্তব্য রাখেন। বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদানের কথা স্মরণ করেন।

তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দুআ করেন এবং তার আদর্শ অনুসরণে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

শোক ও দোয়া মাহফিলে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

 

সোর্স : ফেসবুক



আপনার মূল্যবান মতামত দিন: