মিশিগানে মরহুম রুহুল হুদা মুবিনের স্মরণে দুআ মাহফিল অনুষ্ঠিত

মুনা সাংগঠনিক ডেস্ক | ৮ জানুয়ারী ২০২৬ ১৯:৩৮

ছবি : ফেসবুক থেকে সংগৃহীত ছবি : ফেসবুক থেকে সংগৃহীত

মিশিগানের বাংলাদেশি কমিউনিটির সুপরিচিত ব্যক্তিত্ব, সমাজসেবী, শিক্ষানুরাগী এবং সংগঠক মরহুম রুহুল হুদা মুবিনের স্মরণে এক দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রেনেসাঁ কালচারাল গ্রুপ অফ মিশিগান এবং সিডিআর মসজিদের যৌথ আয়োজনে ৪ ডিসেম্বর বুধবার মসজিদ প্রাঙ্গণে এই মাহফিলের আয়োজন করা হয়।

ছবি : বিশিষ্ট সমাজসেবী মরহুম রুহুল হুদা মুবিনের স্মরণে দুআ মাহফিল

দুআ মাহফিলটি সিডিআর মসজিদের সভাপতি রুহুল আখলাক শাহীর সভাপতিত্বে এবং ডা. রায়হানুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

ছবি : অনুষ্ঠানে বক্তারা মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল ফালাহ মসজিদের ইমাম মাওলানা আব্দুল লতিফ আজম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেমোক্রেটিক পার্টির মিশিগানের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শাহীন, বাংলাদেশি আমেরিকান ফোরামের সভাপতি সাহেদুল ইসলাম, এমআইবিএডিসির সভাপতি সাদেকুল হক সুমন, মুনা’র ন্যাশনাল সেন্টারের পরিচালক অলিউর রহমান, আল ফালাহ মসজিদের খতিব হাফেজ রায়হান উদ্দিন, সিডিআর মসজিদের ইমাম নেছার উদ্দিন আহমদ, ফার্মাসিস্ট রুহুল সিদ্দিক জাকির, মাওলানা আতাউর রহমান খান, ফয়সাল আহমদ, মো. ইদ্রিস আলীসহ আরও অনেকে।

ছবি : অনুষ্ঠানে বক্তারা মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন

বক্তারা মরহুম রুহুল হুদা মুবিনের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে আল্লাহ তায়ালার দরবারে বিশেষ মোনাজাত করেন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিল্পী ইয়াসিন রাহীন। এছাড়া মনোমুগ্ধকর নাশিদ পরিবেশন করেন রেনেসাঁ কালচারাল গ্রুপের পরিচালক শফিকুল ইসলাম রুবেল ও রেনেসাঁর শিল্পীবৃন্দ।

ছবি : দুআ মাহফিলে উপস্থিতবৃন্দের একাংশ

অনুষ্ঠানে মিশিগানের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

 

সোর্স : ফেসবুক



আপনার মূল্যবান মতামত দিন: