
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা ব্রুকলিন ডাউন টাউন চ্যাপ্টারের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পবিত্র মাহে রমাদানের প্রস্তুতিমূলক প্রোগ্রাম ওয়েলকাম রমাদান। গত ২৬ ফেব্রুয়ারি বুধবার মুনা সেন্টার অফ ব্রুকলিন ডাউনটাউন মসজিদ বায়তুল হামদ -এ আয়োজিত অনুষ্ঠানে সভাপত্বি করেন চ্যাপ্টার প্রেসিডেন্ট ইয়াসিন সবুজ। প্রোগ্রাম সঞ্চালনা করেন সেক্রেটারি কামাল হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনার নিইয়র্ক সাউথ জোনের প্রেসিডেন্ট এমদাদ উল্লাহ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফেজ আব্দুস সত্তর।
প্রধান অতিথি জনাব এমদাদ উল্লাহ কুরআন ও হাদীসের আলোকে আসন্ন পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং পবিত্র এই মাসে সময় অপচয় না করে আল্লাহর ইবাদত ও তাকওয়া অর্জনের মাধ্যমে তাঁর নৈকট্য লাভের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
পরিশেষে মুনা সেন্টার অফ ব্রুকলিন ডাউনটাউন মসজিদ বায়তুল হামদের প্রেসিডেন্ট মাওলানা সহিদ উল্লাহর সমাপনী বক্তব্য এবং দোয়া- মুনাযাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
আপনার মূল্যবান মতামত দিন: