কিয়ামুল লাইল প্রোগ্রামে অংশগ্রহণকারীদের একাংশ
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা - মুনা ইউথ নিউ জার্সি নর্থ জোনের উদ্যোগে কিয়ামুল লাইল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ মার্চ শনিবার আদম মসজিদে রাত ১১ থেকে সুবহে সাদিক পর্যন্ত এই কিয়ামুল লাইল প্রোগ্রামের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুনা ন্যাশনাল ইউথ ডিরেক্টর আকিব আজাদ এবং শায়েখ বাকের আশশাফ।
অনুষ্ঠানে আগত ইউথদের জন্য কুরআন রেসিটেশন, হালাকা, তাহাজ্জুদ এবং সেহরির প্রোগ্রামের আয়োজনও করা হয়।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: