
সম্প্রতি মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা – মুনা’র হলিউড মসজিদের উদ্যোগে একটি ব্যতিক্রমধর্মী ফ্যামিলি নাইট এর আয়োজন করা হয়। ২০২৪ সালের প্রথম দিন ১ জানুয়ারি বাদ মাগরিব লস অ্যাঞ্জেলাসের হলিউড মসজিদের মুনা সেন্টারে এই ফ্যামিলি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে হলিউড মসজিদের সোশ্যাল হলে কমিউনিটির প্রায় দুই শতাধিক ভাইবোন অংশগ্রহণ করে।
ব্যতিক্রমধর্মী এই ফ্যামিলি নাইটটি সঞ্চালনা করেন মুনা হলিউড মসজিদ বোর্ড অফ ট্রাস্টিস সেক্রেটারি আব্দুল মান্নান। সভাপতিত্ব করেন মুনা বোর্ড অফ ট্রাস্টিস প্রেসিডেন্ট আশরাফ হোসাইন আকবর।
অনুষ্ঠানে মহাগ্রন্থ আল-কোরআন থেকে দারস পেশ করেন মুনা ন্যাশনাল এক্সিকিউটিভ বোর্ড দায়িত্বশীল প্রফেসর নাকিবুর রহমান তারেক।
এছাড়া অনুষ্ঠানে নিজের মূল্যবান বক্তব্য পেশ করেন মুনা ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আনিসুর রহমান।
অনুষ্ঠানে কান্ডারী কালচারাল গ্রুপের পরিবেশনাসহ মুনা চিলড্রেন সেকশন থেকে ইসলামী নাশিদ পরিবেশন করা হয়।
অনুষ্ঠান শেষে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সুস্বাদু ডিনারের মাধ্যমে ব্যতিক্রমধর্মী এই ফ্যামিলি নাইটটি শেষ হয়। ফ্যামিলি নাইট উপলক্ষে কমিউনিটি এক্টিভিস্ট ও মুনার শুভাকাঙ্ক্ষী মোঃ শাহজালালের নেতৃত্বে মসজিদের ভিতরেই রান্নার আয়োজন করা হয়।
কমিউনিকেশন এন্ড মিডিয়া
হলিউড মসজিদ, ক্যালিফোর্নিয়া মুনা সেন্টার।
আপনার মূল্যবান মতামত দিন: