মুনা ইউথ কানেকটিকাট চ্যাপ্টারের উদ্যোগে বিনামূল্যে কোরআন এবং ক্যালেন্ডার বিতরণ

মুনা সাংগঠনিক ডেস্ক | ২৬ ডিসেম্বর ২০২৩ ১০:০৯

মুনা ইউথ কানেকটিকাট চ্যাপ্টারের উদ্যোগে বিনামূল্যে কোরআন বিতরণ মুনা ইউথ কানেকটিকাট চ্যাপ্টারের উদ্যোগে বিনামূল্যে কোরআন বিতরণ


মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা – মুনা ইউথ কানেকটিকাট চ্যাপ্টারের উদ্যোগে বিনামূল্যে কোরআন এবং ক্যালেন্ডার বিতরণ করা হয়। ২২ ডিসেম্বর, শুক্রবার জুমার নামাজের পর হেমডেন ইসলামিক সেন্টারের সামনে এর আয়োজন করা হয়।

 

 

বাংলা ভাষাভাষী ছাড়াও অন্যান্য দেশের মুসলিমরা অত্যন্ত আগ্রহের সাথে এই আয়োজনে অংশ নেন। পবিত্র কোরআন এবং ক্যালেন্ডারের পাশাপাশি মুনার এবং নাহারের পরিচিতি ফ্লায়ার সংগ্রহ করেন তারা।

 

বাংলা, ইংলিশ এবং স্প্যানিশ এই তিন ভাষায় কোরআন বিতরণ করা হয়। সেইসাথে মুনা ও নাহারের ফ্লায়ার এবং মুনা‘র নতুন বছরের ক্যালেন্ডারও বিতরণ করা হয়।

 

 

একই দিনে মুনা উইডসর সাব চ্যাপ্টারের উদ্যোগে বাদ জুমা উইডসর মসজিদের সামনে বিনামূল্যে কোরআন এবং মুনা’র নতুন বছরের ক্যালেন্ডার বিতরণ করা হয়।


শহীদ উল্লাহ কাইছার
নিউইয়র্ক



আপনার মূল্যবান মতামত দিন: