
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা - মুনা’র ইউথ কানেকটিকাট চ্যাপ্টারের উদ্যোগে ’মুনা ক্যালেন্ডার ২০২৪’ এবং বিনামূল্যে পবিত্র কুরআন বিতরণের আয়োজন করা হয়েছে। গত ২৪ নভেম্বর শুক্রবার ইসলামিক সেন্টার অফ নিউ হ্যাভেনে এই প্রোগ্রামের আয়োজন করা হয়।
এদিন ইসলামিক সেন্টার অফ নিউ হ্যাভেনে দু’টি জুমার নামাজ অনুষ্ঠিত হয়। প্রায় ২ হাজার মুসল্লী শুক্রবার জুমার নামাজে অংশ নেন।
জুমার নামাজের পর মুনা’র ইউথ কানেকটিকাট চ্যাপ্টারের উদ্যোগে উপস্থিত মুসল্লীদের মধ্যে বিনামূল্যে পবিত্র কুরআন এবং মুনা ক্যালেন্ডার ২০২৪ বিতরণ করা হয়।
তরুণ মুসল্লীরা অত্যন্ত আগ্রহ এবং উদ্দীপনার সাথে এই প্রোগ্রোমে অংশগ্রহণ করেন।
আকবর উদ্দিন
নিউইয়র্ক
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: